ঢাকা ০৯ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক সোহাগ রহমান, গ্রেফতার ২

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ডিসেম্বর, ২০২২,  1:09 PM

news image

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : গলাচিপা প্রেসক্লাবের সাধারন সম্পাদক, মোহনা টিভির পটুয়াখালী জেলা প্রতিনিধি ও যুগান্তরের গলাচিপা (দক্ষিণ) প্রতিনিধি সোহাগ রহমান (৪২) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। রোববার সন্ধ্যায় উপজেলার পোষ্ট অফিস সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারী মারুফ মোহাম্মদ ইভান(৩৭) ও তানভীর মোহাম্মদ আকিদকে(২৮) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ। আহত সোহাগ বর্তমানে গলাচিপা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সোহাগের সহকর্মী নবচেতনা গলাচিপা উপজেলা প্রতিনিধি রিপন বিশ্বাস ও ভোরের পাতার উপজেলার প্রতিনিধি হাফিজুর রহমান ঘটনার বরাত দিয়ে বলেন, রোববার শেষ সন্ধ্যায় তিন সহকর্মী মিলে পোষ্ট অফিসের সামনে বসে গল্প করছিল। এসময় মারুফ সোহাগকে ব্যাঙ্গ করে ডাকে। এতে সোহাগ ও সহকর্মীরা সারা না দিলে মারুফ পেছন থেকে এসে হামলা শুরু করে। এসময় বাঁধা দিতে গেলে মারুফের ছোট ভাই তানভীর ভাইয়ের সঙ্গে হামলায় অংশ নিয়ে মারধোর করেন। এতে সোহাগের বাম চোখ এবং বাম চোয়ালে রক্তাত্ব জখম হয়। পরে তারা পুলিশকে খবর দিলে এএসআই সজিব ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে দুই ভাইকে আটক করেন। বর্তমানে দুই ভাই পুলিশ হেফাজতে রয়েছেন। সোহাগের পরিবার জানায়, প্রতিবেশি ভাংগারী মনিরের সঙ্গে সোহাগের অভ্যন্তরীন বিরোধ চলে আসছে। ভাংগারী মনিরের সঙ্গে তানভীর ও মারুফের পরিবারের সঙ্গে যথেষ্ট সখ্যতা রয়েছে। সেই সূত্রে তারা হামলা করতে পারে বলে ধারনা করা হচ্ছে। এই হামলার এক সপ্তাহ পূর্বে মারুফ-তানভীরের মা মনিরা বেগম সোহাগের বাসায় গিয়ে তার স্ত্রীকে হুমকী-ধামকী দিয়ে আসেন। মায়ের হুমকী-ধামকীর এক সপ্তাহের মাথায় মারুফ ও তানভীর হামলায় লিপ্ত হয়েছে।  ঘটনার সত্যতা স্বীকার করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, আহত সাংবাদিক সোহাগ চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল থেকেই হামলাকারীদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। এ বিষয়ে সোহাগ রহমান বাদী হয়ে থানায় মামলা করেছে। যার মামলা নং জিআর-৬/২০৩। পরে মামলার ভিত্তিতে হামলাকারীদের গ্রেফতার দেখানো হয়। আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম