সদরপুর চর চাদপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও উঠান বৈঠক
০৭ ডিসেম্বর, ২০২৫, 12:25 PM
NL24 News
০৭ ডিসেম্বর, ২০২৫, 12:25 PM
সদরপুর চর চাদপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও উঠান বৈঠক
ফরিদপুর-৪ আসন সদরপুর উপজেলার চর চাদপুরে শনিবার সন্ধায় বি এন পির চেয়র পার্সন সাবেক তিন বারের প্রধান মন্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ফরিদপুর ৪ আসনের বি এন পির মনোনীত প্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারন সম্পাদক জনাব শহিদুল ইসলাম খান বাবুল. সভাপতিত্ব করেন ভাসান চর ইউনিয়ন বি এন পির সাবেক যুগন্ম সাধারন সম্পাদক মোঃ মোজাফ্ফার হোসেন. বিশেষ অতিথি ফরিদপুর জেলা বি এন পির সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন.ফরিদপুর মহানগর বি এন পির যুগ্ম আহবায়ক মোঃ মিজানুর রহমান মিনান. ফরিদপুর মহানগর যুব দলের সভাপতি বেনজীর আহম্মেদ তাবরিজ. সদরপুর উপজেলা বি এন পির আহবায়ক কাজী বদরুত জামান (বদু). সদরপুর উপজেলা বি এন পির সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা.বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মন্জুরুল হক মন্জু মুন্সি. সদরপুর উপজেলা বি এন পির যুগন্ম সাধারণ সম্পাদক আবু জাফর সহ ফরিদপুর-৪ আসনের হাজার হাজার নেতা কর্মী। বক্তারা বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৪ আসনে বি এন পির মনোনীত প্রার্থী জনাব শহিদুল ইসলাম খান বাবুল কে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করার আহবান করেন।