ঢাকা ০৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

সত্য ঘটনা নিয়ে আসছেন সাবিলা নূর

#

বিনোদন প্রতিবেদক

১২ মার্চ, ২০২৩,  2:02 PM

news image

ছোটবেলা থেকেই সংস্কৃতির সঙ্গে বড় হয়েছেন সাবিলা নূর। প্রথমে নাচের সঙ্গে জড়িয়ে এরপর মডেলিং ও অভিনয় নিয়ে বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তিনি। নাচ, গান ও অভিনয় নিয়েই তার বর্তমান পথচলা। চরিত্রকে জীবন্ত করে তুলতে সাবিলা নূরের বিকল্প নেই। এক লহমায় দর্শক বন্দি হন তার সৌন্দর্য ও অভিনয় নৈপুণ্যের মায়াজালে। তার অভিনীত নাটকগুলো দেখতে ইউটিউবে দর্শক ভিড় জমান মৌমাছির মতো। তবে এবার ওয়েব সিরিজে নাম লেখালেন সাবিলা নূর। ‘মারকিউলিস’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন সাবিলা। ওয়েব সিরিজে এটি তার প্রথম কাজ। এই সিরিজে তিনি ছাড়াও আছেন একঝাঁক তারকা। এতে ভীষণ উচ্ছ্বসিত তিনি। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সাবিলা বলেন,

‘এই সিরিজে আমার চরিত্রের নাম জয়িতা। একটি মেয়ের জার্নির মাধ্যমে কিছু গল্প রিভিল হয়। একজন মেয়ে নতুন একটা ঘটনা নিয়ে কীভাবে তার জীবনকে কন্ট্রোল করবে সেটি এই সিরিজের মূল আলাপ। আসলে আমরা যখন টিভি সিরিজে কাজ করি তখন এত বড় টিমের সঙ্গে কাজ করার সুযোগ হয় না। এই কাজের অভিজ্ঞতা আমার সঙ্গে সারাজীবন থাকবে।’ সিরিজটি নির্মাণ করেছেন আবু শাহেদ ইমন। সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা হয়েছে সিরিজটি। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এটি আমার প্রথম ওয়েব সিরিজ। এটার অভিজ্ঞতা চমৎকার। অন্য সিরিজের তুলনায় এই গল্পের ধরন মৌলিক। সবার মিশেলে বেশ বড় আয়োজনের কাজটা হয়েছে।’ প্রসঙ্গত, শিগগিরই একটি ওটিটি মাধ্যমে মুক্তি পাবে ‘মারকিউলিস’। তারকা বহুল এই সিরিজে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু, রওনক হাসান, গিয়াস উদ্দিন সেলিম, ইরেশ যাকের, রাশেদ মামুন অপু, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশার, পৌষালী অথৈ, মিলি বাশার, নাফিস আহমেদ, আফিয়া তাবাসসুম বর্ণ, মাজনুন মিজান, অশোক বেপারী প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম