ঢাকা ০৫ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির নতুন আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি খেলাপি ঋণ আদায়ে আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে তিতাসে ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, লন্ডনে নেয়া হবে খালেদা জিয়াকে হজ অত্যাধুনিক করতে সৌদি সরকারের নতুন ২ উদ্যোগ পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৭১ হাজার প্রবাসীর নিবন্ধন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

সংসদে ওয়াইফাই পাসওয়ার্ড নিয়ে রুমিনকে আইনমন্ত্রীর টিপ্পনী

#

১৬ নভেম্বর, ২০২১,  4:16 PM

news image

জাতীয় সংসদ কক্ষে মোবাইল ফোনের নেটওয়ার্ক না থাকার অভিযোগ তুললে বিএনপির রুমিন ফারহানাকে ওয়াইফাই সংযোগ নেওয়ার জন্য বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তবে আইনমন্ত্রী আনিসুল হক ‘টিপ্পনী’কেটে বলেন, ‘ওয়াইফাইয়ের কোড (পাসওয়ার্ড) ‘জয়বাংলা’ তাই বোধহয় উনি ব্যবহার করবেন না।’ এসময় সরকারি দলের আসনগুলোতে হাসির রোল পড়ে।

মঙ্গলবার সংসদে 'বিরোধীদলীয় নেতা ও উপনেতা (পারিতোষিক ও বিশেষাধিকার) বিল-২০২১’ পাসের প্রক্রিয়ার সময় এ ঘটনা ঘটে। বিলটির জনমত যাচাইয়ের প্রস্তাব দেওয়ার সময় রুমিন ফারহানা তার নেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর দাবি করেন। শারীরিক অবস্থা বিবেচনা করে ‘আইনগতভাবে’খালেদাকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার দাবি করেন রুমিন। তবে আইনমন্ত্রীর জবাবের সময় রুমিন ফারহানা অনুপস্থিত ছিলেন।  পরে সংশোধনী প্রস্তাব তোলার সময় রুমিন বলেন, ‘থ্রিজি, ফোরজি, ফাইভজির কথা শুনি। কিন্তু সংসদে নেটওয়ার্ক থাকে না মাননীয় স্পিকার।’ আইনমন্ত্রী উল্লেখ করা ৪০১ ধারা দেখার জন্য ইন্টারনেটের জন্য রুমিন সংসদ কক্ষের বাইরে গিয়েছিলেন বলে জানান তিনি। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী রুমিন ফারহানাকে সংসদের ওয়াইফাই ব্যবহার করার পরামর্শ দেন। এসময় রুমিন কিছু বলার চেষ্টা করেন। তবে মাইক বন্ধ থাকায় তা শোনা যায়নি। রুমিনের কথার জবাব দিতে উঠে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘ওয়াইফাইয়ের কোড জয় বাংলা বলে উনি ব্যবহার করবেন না বলে শুনলাম।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম