ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা ক্ষমতায় গেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ ও পদ্মা ব্যারেজ করার প্রতিশ্রুতি গণতন্ত্রের উত্তরণে বাধা দিলে জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন রাজশাহীতে নির্বাচনী জনসভায় তারেক রহমান ৭১ নিয়ে আগে মাফ চান, পরে ভোট চান: মির্জা ফখরুল আমরা আর কাউকেই টানাটানি করার সুযোগ দেব না: জামায়াত আমির সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে গণ্ডগোলের পাঁয়তারা চলছে: গভর্নর সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি বঙ্গোপসাগরে রাশিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া দিতে যাচ্ছে ভারত বিএনপির বিরুদ্ধে ফ্যাসিবাদী কায়দায় অপপ্রচার চলছে: মাহদী আমিন

শ্রীলঙ্কায় নতুন মন্ত্রী হিসেবে শপথ নিলেন চারজন

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল, ২০২২,  10:29 AM

news image

অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কা। সেই সংকট থেকে দ্বীপরাষ্ট্রে জন্ম নিয়েছে রাজনৈতিক সংকটও। এর জেরে রবিবার গভীর রাতে দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের কাছে একসঙ্গে পদত্যাগপত্র জমা দেন ২৬ মন্ত্রী। সোমবার দিনভর সেই টানাপড়েনের মধ্যেই নতুন করে চার মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট। যদিও ২৬ জন মন্ত্রীর পদত্যাগ তিনি মেনে নিয়েছেন কি না, তা এখনও স্পষ্ট করেননি প্রেসিডেন্ট রাজাপক্ষে। তবে নতুন মন্ত্রীদের নিয়োগ দেওয়ার পর তিনি বলেছেন, এই চরম অরাজকতার মধ্যেও পার্লামেন্টের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিছু মন্ত্রীকে নিজের দায়িত্ব পালন করতেই হবে।

একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলগুলোকেও মন্ত্রিসভার যোগ দেওয়ার আমন্ত্রণ জানান তিনি। এক বার্তায় তিনি বলেছেন, “দক্ষিণ এশিয়ার এই গণতান্ত্রিক দেশের সংকট গণতান্ত্রিক উপায়েই মেটাত হবে’। তবে বিরোধীরা তার ডাকে এখনও সাড়া দেয়নি। যে চার মন্ত্রী নতুন শপথ নিয়েছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন আলি সাব্রি, যিনি বিচারমন্ত্রী ছিলেন। তাকেই অর্থমন্ত্রীর পদে নিয়োগ করেছেন রাজাপক্ষে। নিজের ভাই ব্যাসিল রাজাপক্ষকে অর্থমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট। পাশাপাশি জিএল পেইরিসকেই ফের পররাষ্ট্রমন্ত্রীর পদে নিযুক্ত করা হয়েছে। হাউস লিডার দীনেশ গুণবর্ধনে শিক্ষামন্ত্রী ও মুখ্য হুইপ জনস্টন ফার্নান্ডো হাইওয়ে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। সূত্র: সিনহুয়া

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম