ঢাকা ২২ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

শুটিংয়ের ব্যস্ততা বেড়েছে: নাদিয়া

#

০৪ নভেম্বর, ২০২১,  12:00 PM

news image

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী নাদিয়া আহমেদ। দীর্ঘদিন পথচলা তার এই শোবিজ অঙ্গনে। নৃত্য ও অভিনয়ে রয়েছে সমান দক্ষতা। ব্যক্তি জীবনে এই শিল্পী খুবই মিশুক ও বিনয়ী। কেমন চলছে তার অভিনয়ের প্রাত্যহিক সময়? নাদিয়া বলেন, বেশ ভালো আছি। করোনার মধ্যে তো কাজ কম করেছি। এখন আবার শুটিংয়ের ব্যস্ততা বেড়েছে। কি কি কাজ করছেন এখন? উত্তরে এ অভিনেত্রী বলেন, সম্প্রতি দু’টি সিঙ্গেল নাটকে অভিনয় করলাম।
Bangladesh এ একটি ব্যবহৃত গাড়ির মূল্য লোকজন বিশ্বাস করতে পারবে নাব্যবহৃত গাড়ির দাম | বিজ্ঞাপন অনুসন্ধান
Getting An Online Job In The USA Might Be Easier Than You ThinkUSA Jobs Online
জীবনে অনেক ন্যাপি পাল্টিয়েছি, বৃটিশ প্রধানমন্ত্রী স্বীকার করলেন তিনি ছয় সন্তানের বাবা
নাটক দুটি হলো ‘অদলবদল’ ও ‘আদর্শ প্রেমিক’। এ ছাড়াও মিলন চিশতীর নির্দেশনায় ‘ডাঃ কদম আলী এমপি, বি.বি.এস’ নাটকে অভিনয় করেছি। গত মাসে ‘রাজহাঁস’ শিরোনামের ভিন্নধর্মী গল্পের একটি খণ্ড নাটকে অভিনয় করেছি। নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার, নির্দেশনায় রয়েছেন নিয়াজ মাহবুব। নাদিয়া আহমেদ আরও বলেন, আগামী ৬ তারিখ থেকে দীপ্ত টিভির বহুল জনপ্রিয় ধারাবাহিক ‘বকুলপুুর’ এ আবার অভিনয় শুরু করবো। করোনাকালীন সময় দীর্ঘদিন এই নাটকটি বন্ধ ছিল। ‘বকুলপুর’-এর শুটিং নতুন করে শুরু হচ্ছে। আপনি তো অভিনয়ের পাশাপাশি একজন জনপ্রিয় নৃত্যশিল্পী? কেমন চলছে আপনার নৃত্যের জগৎ? নাদিয়া বলেন, সম্প্রতি শিল্পাঞ্চলে পুলিশ বাহিনী আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেছি। এর বাইরে বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে নৃত্য পরিবেশন করার জন্য প্রস্তুতি চলছে। নাটক করার ক্ষেত্রে কোন বিষয়টিকে গুরুত্ব দিয়ে থাকেন? উত্তরে নাদিয়া বলেন, প্রতিনিয়তই নতুন নতুন নাটকের প্রস্তাব আসে। কিন্তু গল্প-চরিত্র পছন্দ হয় না বলে করা হয়ে উঠে না। সত্যি বলতে একই ধরনের নাটকে কাজ করার আগ্রহ পাই না। আলাদা গল্প খুঁজি সব সময়। আর চরিত্রে যদি ভিন্নতা থাকে সেটা করার একটা চ্যালেঞ্জ কাজ করে। নতুন বেশকিছু সিঙ্গেল ও ধারাবাহিকে অভিনয়ের কথা চলছে। তার মধ্যে মীর সাব্বির ভাইয়ের একটি নাটক রয়েছে। স্ক্রিপ্ট এখনো হাতে পাইনি। আশা রাখছি, দু’একদিনের মধ্যেই পেয়ে যাবো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম