ঢাকা ২৪ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
রাষ্ট্রপতির সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সাবেক মেয়র সাঈদ খোকনের দেশত্যাগে মানা চাঁদপুরে জাহাজ থেকে ৬ জনের মরদেহ উদ্ধার শীতে বাত ব্যথা ও হাড়জোড়া রোগরে সমাধান এবার স্ত্রীকেও ‘হারাচ্ছেন’ বাশার আল-আসাদ দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে: রিজভী বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন জাবি শিক্ষার্থীরা সাদা পোশাকে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় জ্যোতি বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ীই শেখ হাসিনাকে ফেরানো যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন

শিগগির তিস্তা সমস্যার সমাধান: কলকাতায় শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৫ মার্চ, ২০২২,  12:50 PM

news image

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, শিগগির তিস্তা পানি বণ্টন সমস্যার সমাধান হবে। শুক্রবার (৪ মার্চ) পশ্চিমবঙ্গে বইমেলায় নিজের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা জানান তিনি। দীপু মনি বলেন, ‘তিস্তার পানির ওপর বাংলাদেশের অধিকার রয়েছে। ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক রয়েছে। অচিরেই এই সংকটের সমাধান হবে।’ তিনি বলেন, দুই দেশের মানুষ, রাজনৈতিক দল এবং একাডেমির সদস্যদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ১৯৭১ সালে এই সম্পর্ক গড়ে ওঠে। দিন দিন তা আরও সুদৃঢ় হয়েছে, যা সহজে ক্ষয়ে যাওয়ার নয়। শিক্ষামন্ত্রী বলেন, ‘ভারত-বাংলাদেশের মৈত্রীর সুসম্পর্ক রয়েছে। তাই আমি বিশ্বাস করি, তিস্তার এই সমস্যা দ্রুত সমাধান হবে।’ পশ্চিমবঙ্গ বইমেলায় ‘বাংলাদেশ দিবস’-এর দ্বিতীয় দিনে কবি কামাল চৌধুরীর ‘শ্রেষ্ঠ কবিতা’, ইংরেজি অনুবাদ ‘টুঙ্গিপাড়ার গ্রাম থেকে’ এবং ‘শান্তিনিকেতন বাংলাদেশ ভবন’সহ বেশ কয়েকটি বইয়ের মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য আরমা দত্ত, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মশিউর রহমান, কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, শিক্ষাবিদ পবিত্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম