শিক্ষার্থী মাঈনুদ্দীনকে চাপা দেওয়া বাসের হেলপার আটক
৩০ নভেম্বর, ২০২১, 11:32 AM
NL24 News
৩০ নভেম্বর, ২০২১, 11:32 AM
শিক্ষার্থী মাঈনুদ্দীনকে চাপা দেওয়া বাসের হেলপার আটক
রাজধানীর রামপুরায় একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি ফলপ্রার্থী মাঈনুদ্দীনকে চাপা দেওয়া বাসের হেলপার চান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে রাজধানীর সায়েদাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে সোমবার রাত ১০টার দিকে রামপুরা বাজার এলাকায় অনাবিল বাসের চাপায় প্রাণ হারায় মাঈনুদ্দীন।
সে ২০০২ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করে। তিন ভাইবোনের মধ্যে সে ছিল সবার ছোট। জন্মদিনেই তার মৃত্যু হয়। স্থানীয় প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, “বাসের ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে ঝামেলা হয়েছিল ওই শিক্ষার্থীর। বাসের হেলপার তাকে লাথি মেরে ফেলে দেয়। বাসের নিচে চাপা পড়ে ‘মা’ বলে একটি চিৎকার দেয় ওই শিক্ষার্থী।” মাঈনুদ্দীনের বাবা ও পূর্ব রামপুরার মোল্লা বাড়ি এলাকায় চায়ের দোকানদার আবদুর রহমান ভান্ডারী বলেন, ‘গতকাল দুপুরে খাওয়ার পর ছেলে জানালো যে তার পরীক্ষা ভালো হয়েছে। সে ভালো কলেজে পড়তে চেয়েছিল।’ মাঈনুদ্দীনের মা রাশেদা বেগম বলেন, ‘ছেলেটা আমার জন্মদিনেই মারা গেল।’