ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
শাহবাগে বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বিক্ষোভ চট্টগ্রাম বন্দরে নোঙর করল সেই পাকিস্তানি জাহাজ গাজীপুরে বোতাম তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ নিয়ে নিশ্চিত নয় ট্রাইব্যুনাল: তাজুল ইসলাম সাদপন্থী নেতা মুয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড শিক্ষক নিয়োগের অনিয়মে পঙ্গু হয়ে গেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো: শিক্ষা উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে ইসির সম্পর্ক ছিন্ন তিন ব্যাংকে আনিসুল হকের জমা ২১ কোটি টাকা রোহিঙ্গা ইস্যুতে পারিপার্শ্বিক ভূরাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে: পররাষ্ট্র উপদেষ্টা

শাবিপ্রবি উপাচার্যের থাকা না থাকা রাষ্ট্রপতির এখতিয়ার: শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ জানুয়ারি, ২০২২,  8:09 PM

news image

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের থাকা না থাকা রাষ্ট্রপতির সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (২৬ জানুয়ারি) তার সরকারি বাসভবনে শাবিপ্রবির পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন ডা. দীপু মনি। শিক্ষামন্ত্রী বলেন, শাবিপ্রবির সমস্যাগুলোর সমাধান করা হবে। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর কোনো মামলা থাকবে না বলেও জানান তিনি। এ সময় তিনি বলেন, শাবিপ্রবি শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা দুঃখজনক।

হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আমরা অত্যন্ত আনন্দিত যে, শিক্ষার্থীরা আমাদের সঙ্গে আলাপ আলোচনার সঙ্গে সমাধান করতে চায়। শিক্ষার্থীদের সাথে আলোচনা হয়েছে, তাদের দাবি বাস্তবায়ন করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। প্রসঙ্গত, শাবিপ্রবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগ দাবি জানায় বিক্ষোভকারীরা। এ নিয়ে অচলাবস্থার সৃষ্টি হলে গণঅনশন শুরু করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। তবে বুধবার (২৬ জানুয়ারি) আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙান জনপ্রিয় কথাসাহিত্যিক মুহম্মদ জাফর ইকবাল। শাবিপ্রবির সাবেক শিক্ষক তিনি। সম্প্রতি অবসরে গেছেন। বুধবার (২৬ জানুয়ারি) শাবিপ্রবিতে গিয়ে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। সেসময় তার স্ত্রী ড. ইয়াসমিন হক সঙ্গে ছিলেন। তিনিও চাকরি থেকে অবসরে গেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম