আন্তর্জাতিক ডেস্ক
১৮ জানুয়ারি, ২০২৬, 10:47 AM
শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রে ইউক্রেনীয় প্রতিনিধি দল
প্রায় চার বছর ধরে চলমান যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে ইউক্রেনের একটি প্রতিনিধি দল শনিবার যুক্তরাষ্ট্রে পৌঁছেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানোভ টেলিগ্রামে জানান, তিনি যুক্তরাষ্ট্রে এসেছেন “শান্তি চুক্তির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা” করতে। তার সঙ্গে রয়েছেন ইউক্রেনের আলোচক রুস্তেম উমেরভ ও দাভিদ আরাখামিয়া। তারা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং মার্কিন সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকলের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আক্রমণের চতুর্থ বার্ষিকীর কয়েক দিন আগে অনুষ্ঠেয় এ আলোচনা হবে মায়ামিতে। ট্রাম্প ইউক্রেন-রাশিয়ার মধ্যে যুদ্ধ অবসানে চাপ প্রয়োগ করে আসছেন এবং উভয় পক্ষের প্রতি হতাশা প্রকাশ করেছেন। তবে এতে তেমন অগ্রগতি হয়নি। তিনি ইউক্রেনকে শান্তি পরিকল্পনার শর্ত মেনে নিতে চাপ দিয়েছেন। কিয়েভ বিষয়টিকে আত্মসমর্পণের সমতুল্য বলে মনে করে। এর আগে যুক্তরাষ্ট্রে ইউক্রেনের রাষ্ট্রদূত বলেছেন, আলোচনায় নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধ-পরবর্তী পুনর্গঠন নিয়ে আলোকপাত করা হবে। জেলেনস্কি শুক্রবার বলেছেন, তিনি আশা করেন ইউক্রেন আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করবে। সূত্র: এবিসি নিউজ