ঢাকা ১৯ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার: প্রধান উপদেষ্টা বিয়ে গোপন করায় নারীর সাজা, কাজির কারাদণ্ডের সঙ্গে লাইসেন্সও বাতিল গাজীপুরে কয়েল কারখানায় ভয়াবহ আগুন সাংবাদিক মিজানুর ইস্যুতে আমার কোনো সংশ্লিষ্টতা নেই: ফয়েজ আহমদ তৈয়্যব ঢাবি কবি জসীম উদদীন হলের ১জন শিক্ষার্থীর ট্রাস্ট ফান্ড স্বর্ণপদক এবং ৯জনের মেধাবৃত্তি লাভ বিজয় দিবসে এবারও হচ্ছে না প্যারেড: স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন কৃতিদের সম্মানে হাজি জানে আলম স্কুলে বর্ণিল আয়োজন হাসপাতালে দিনে গড়ে ভর্তি ২৬৯ টাইফয়েড রোগী জয়পুরহাটের কালাইয়ে নবান্ন উৎসবে ঐতিহ্যবাহী মাছের মেলা

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৩

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ নভেম্বর, ২০২৫,  11:22 AM

news image

দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও কমপক্ষে চারজন। স্থানীয় সময় বুধবার (১৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরার। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উপকূলীয় শহর সিডনের উপকণ্ঠে আইন এল-হিলওয়েহ শরণার্থী শিবিরের একটি মসজিদের পার্কিংয়ে মঙ্গলবার (১৮ নভেম্বর) ড্রোন হামলা চালানো হয়। মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় কমপক্ষে চারজন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। ইসরায়েল জানিয়েছে, তারা শরণার্থী শিবিরের একটি প্রশিক্ষণ প্রাঙ্গণে কর্মরত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সদস্যদের ওপর হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদরাই এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা বলেছি আমাদের উত্তর সীমান্তে কোনো হুমকি সহ্য করব না। এই অঞ্চলে হামাস পা রেখেছে। আমরা লেবাননে পা রাখার জন্য হামাসের প্রচেষ্টা ও আমাদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ উপাদানগুলোকে নির্মূল করার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রাখব।’ তবে হামাস ইসরায়েলের এই দাবি অস্বীকার করে এটিকে ‘বানোয়াট’ বলে অভিহিত করেছে। হামাস জোর দিয়ে বলেছে, লেবাননের শরণার্থী শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। এক বিবৃতিতে তারা বলেছে, ‘ইহুদিবাদী বোমা হামলা আমাদের নিরীহ ফিলিস্তিনি জনগণের পাশাপাশি লেবাননের সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি বর্বর আগ্রাসন।’ এর আগে মঙ্গলবার লেবানন বলেছিল, দেশের দক্ষিণে অন্যত্র গাড়িতে ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়েছে। ইসরায়েল ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু করার পর থেকে লেবাননে হামাসসহ ফিলিস্তিনি দলগুলোর বেশ কয়েকজন কর্মকর্তাকে হত্যা করেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধে এখন পর্যন্ত কমপক্ষে ৬৯ হাজার ৪৮৩ জন ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৭০ হাজার ৭০৬ জন আহত হয়েছেন। ইসরায়েলি হামলায় লেবাননে চার হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। ২০২৪ সালের নভেম্বরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবাননে যুদ্ধবিরতি হয়। তবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় ২৭০ জনেরও বেশি মানুষ নিহত ও প্রায় ৮৫০ জন আহত হয়েছেন।  লেবাননের রাজনৈতিক বিশ্লেষক করিম এমিল বিতার আল-জাজিরাকে বলেছেন, ইসরায়েল কর্তৃক যুদ্ধবিরতি প্রতিদিন লঙ্ঘিত হচ্ছে এবং তারা চুক্তির শর্তাবলি শেষ পর্যন্ত পালন করেনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম