ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

লঞ্চে আগুন: সুগন্ধা ও বিষখালী নদী থেকে আরও দুই মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২১,  11:14 AM

news image

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সুগন্ধা ও বিষখালী নদীর মোহনা থেকে  আজ বুধবার সকালে এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে বিষখালী নদীর মানকিসুন্দর এলাকা থেকে অপর এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।মরদেহ দুটিতে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য লাশদুটি ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গত তিন দিনে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের উদ্ধারকর্মীরা সুগন্ধা ও বিষখালী নদী থেকে শিশুসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছেন। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় এক নারী এবং বিষখালী নদীর মানকিসুন্দর এলাকায় এক যুবকের মরদেহ ভাসতে দেখে আজ সকালে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করেন। ওই দুই মরদেহে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।’ এদিকে, সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ বুধবার ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়া মানুষদের খুঁজতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালাচ্ছেন। পাশাপাশি কোস্টগার্ডও দুটি নদীতে অভিযান অব্যাহত রেখেছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম