ঢাকা ২২ নভেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
একটি বড় পরিবর্তনের পর সবকিছু একদিনে ঠিক হবে না: ফারুকী ৩ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কাঁপল রংপুর এক যুগ পর সেনাকুঞ্জে খালেদা জিয়া ব্যারিস্টার সুমনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ, ২ দিনের রিমান্ড মঞ্জুর ‘‌আমার নামে মামলা আছে, জানতাম না’ অবসরপ্রাপ্ত সচিব নাসির উদ্দীনকে সিইসি নিয়োগ ‘সাংবাদিক’ পরিচয়ে তিশার আপত্তিকর ভিডিও ধারণ আইজিপি হিসেবে দায়িত্ব নিলেন বাহারুল আলম ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন শেখ সাজ্জাত আলী সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তার

লঞ্চে আগুন: সুগন্ধা ও বিষখালী নদী থেকে আরও দুই মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২৯ ডিসেম্বর, ২০২১,  11:14 AM

news image

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সুগন্ধা ও বিষখালী নদীর মোহনা থেকে  আজ বুধবার সকালে এক নারীর (৪০) মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া সকাল সাড়ে ১০টার দিকে বিষখালী নদীর মানকিসুন্দর এলাকা থেকে অপর এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা।মরদেহ দুটিতে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। এরই মধ্যে ময়নাতদন্তের জন্য লাশদুটি ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ নিয়ে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে গত তিন দিনে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের উদ্ধারকর্মীরা সুগন্ধা ও বিষখালী নদী থেকে শিশুসহ পাঁচ জনের মরদেহ উদ্ধার করেছেন। ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় এক নারী এবং বিষখালী নদীর মানকিসুন্দর এলাকায় এক যুবকের মরদেহ ভাসতে দেখে আজ সকালে ফায়ার সার্ভিসে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা দুজনের মরদেহ উদ্ধার করেন। ওই দুই মরদেহে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে।’ এদিকে, সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ বুধবার ষষ্ঠ দিনের মতো উদ্ধার অভিযান চলছে। অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়া মানুষদের খুঁজতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালাচ্ছেন। পাশাপাশি কোস্টগার্ডও দুটি নদীতে অভিযান অব্যাহত রেখেছে। ঝালকাঠির সুগন্ধা নদীতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অনেকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম