ঢাকা ২২ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাংকান্স্যুরেন্স সেবা চালুতে কমিউনিটি ব্যাংক ও সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি ৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে ওএমএসের চাল বিক্রি শুরু সরকারে গেলে নবীর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করব: তারেক রহমান বিএনপির আজকের লড়াই স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে: মির্জা ফখরুল ১৬ বছর জনগণের সম্পদ লুটে বিদেশে পাচার করা হয়েছে: তারেক রহমান ক্ষমতায় গেলে ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি: তারেক রহমান ‘বিপুল ভোটে জয়ী হয়ে সরকার গঠন করবে ১০ দলীয় জোট’: নাহিদ ইসলাম সাত কলেজের চূড়ান্ত কর্মসূচি ঘোষণা চট্টগ্রামে র‍্যাব কর্মকর্তা নিহতের ঘটনায় মামলা সিলেটে বিএনপির নির্বাচনি জনসভা শুরু

র‍্যাবের ওপর হামলাকারীরা যত শক্তিশালী হোক, আইনের আওতায় আনা হবে: প্রেস সচিব

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৬,  3:56 PM

news image

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুরে র‍্যাবের ওপর হামলায় জড়িতরা যত শক্তিশালী হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ কথা জানান। শফিকুল আলম বলেন, যারা এই হামলার সঙ্গে জড়িত তারা যত শক্তিশালী হোক না কেন, সকল শক্তি প্রয়োগ করে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ওপর তেমন প্রভাব পড়বে না।  সোমবার বিকেলে আসামি গ্রেপ্তারের জন্য র‍্যাব-৭ এর একটি দল সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে যায়। এ সময় র‍্যাবের চার সদস্য ও এক সোর্সকে আটক করে মারধর করে সন্ত্রাসীরা। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের উদ্ধার করে। হাসপাতালে নেওয়ার পর র‍্যাব-৭ এর উপ সহকারী পরিচালক মোতালেব হেসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নির্বাচন নিয়ে কোনো ধরনের শঙ্কা নেই বলে মঙ্গলবারের ব্রিফিংয়ে উল্লেখ করেন শফিকুল আলম। তিনি বলেন, একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সরকার কাজ করছে। অন্য যেকোনো সময়ের চেয়ে ভালো নির্বাচন হবে। প্রেস সচিব বলেন, অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসে প্রোপাগান্ডা চালাচ্ছে। তবে ১২ ফেব্রয়ারিতেই নির্বাচন হবে। এক দিন আগে বা একদিন পরেও না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম