র্যাব-৮ এর অভিযানে দুই ইজিবাইক চোর আটক
১০ নভেম্বর, ২০২২, 10:18 PM

NL24 News
১০ নভেম্বর, ২০২২, 10:18 PM

র্যাব-৮ এর অভিযানে দুই ইজিবাইক চোর আটক
ক্যাপসনঃ র্যাব-৮ এর অভিযানে ভোলা থেকে আটক ইজিবাইক চোর সিন্ডিকেটের দুই সদস্য।
মাছউদ শিকদার: র্যাব-৮ এর অভিযানে ভোলা থেকে ইজিবাইক চোর সিন্ডিকেটের দুই সদস্যকে আটক করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে বৃহস্পতিবার (১০ নভেম্বর) একটি চোরাই ইজিবাইক উদ্ধার করেছে র্যাব। র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গত ৭ মে ভোলা থানার চর সামাইয়া গ্রামের মোঃ ইব্রাহিম পোনার মালিকানাধীন একটি ইজিবাইক স্থানীয় শান্তিরহাট ব্রিজ নামক এলাকা থেকে চুরি হয়ে যায়। বিষয়টি তিনি র্যাব-৮ এর ভোলা জেলা ক্যাম্পে জানালে তারা অভিযানে নামে। তদন্তের সূত্র ধরে র্যাব এর ভোলা ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি আবু সালেহ মোঃ আনসার উদ্দীনের নেতৃত্বে একটি টিম এ চুরির সাথে সম্পৃক্ত ভোলা থানা এলাকার বড়চর সামাইয়া গ্রামের মোঃ রাকিব (২৪) ও তার সহযোগী বোরহানউদ্দিন উপজেলার বাটামারা গ্রামের রবি আলমকে (৪৫) বৃহস্পতিবার গ্রেফতার করেন। পরে তাদের কাছ থেকে চুরি হওয়া ইজিবাইকটিকে উদ্ধার করা হয়। গ্রেফতারের পর র্যাব জানতে পারে এই রাকিব একটি মাদক মামলার ৬ মাসের কারাদন্ডপ্রাপ্ত আসামী। তার বিরুদ্ধে ইতোমধ্যেই গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে ইজিবাইক মালিক ইব্রাহিম বাদী হয়ে ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।