ঢাকা ২৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

রোজায় মহৎ উদ্যোগ গ্রহণের ঘোষণা দিলেন অ্যানি খান

#

বিনোদন ডেস্ক

১২ ফেব্রুয়ারি, ২০২৩,  10:38 AM

news image

শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পা রেখেছিলেন অ্যানি খান। এরপর দীর্ঘ ২৩ বছরের অভিনয় ক্যারিয়ার তার। তবে ইসলামের টানে অভিনয় জগতকে বিদায় জানিয়েছেন অ্যানি খান। এবার তিনি ঘোষণা দিলেন আসন্ন রমজানে মহৎ একটি উদ্যোগ গ্রহণের। অ্যানি খান জানিয়েছেন, রোজায় প্রতিদিন ১০ জন করে গরিব ও মিসকিনকে ইফতার করাবেন। কেউ চাইলে তার এ উদ্যোগে শরিক হতেও পারবেন। শনিবার নিজের ফেরিভায়েড ফেসবুক পেজে অ্যানি খান লেখেন, অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও লোকের অভাবে প্রতিদিন মানুষকে ইফতার করানো কষ্টকর হয়। তাই আপনাদের সুবিধার্থে আল্লাহর সন্তুষ্টির নিয়তে আসছে রমজান মাসে এবারই প্রথম ইফতার প্রজেক্ট হাতে নিয়েছি। আমার দ্বীনি বোন রান্নার দায়িত্ব নিয়েছেন।  তিনি বলেন, রোজাদারকে ইফতার করানো হলো মুমিনের বিশেষ আমল। এ বিশেষ আমলের বিনিময়ে মহান আল্লাহ বান্দাকে ক্ষমা করে দেন। স্ট্যাটাসে অ্যানি খান আল্লাহর রাসুলের একটি হাদিস উল্লেখ করে লেখেন, হযরত যায়েদ ইবনে জুহানি (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি রোজাদারকে ইফতার করালো, তারও রোজাদারের ন্যায় সওয়াব হবে; তবে রোজাদারের সওয়াব বা নেকি বিন্দুমাত্র কমানো হবে না। (তিরমিজি, ইবনে মাজাহ, নাসাঈ)। প্রিয় বোনেরা ও ভাইয়েরা আসুন, আসছে বরকতময় রমজানে বেশি বেশি দান করে গরিব মিসকিনদের ইফতার করিয়ে আমলনাময় সওয়াব যোগ করি। যে সওয়াবের প্রতিদান মহান আল্লাহ স্বয়ং নিজে দেবেন। অ্যানি খান আরও জানান, প্রতিদিন অন্তত ১০ জন গরিব মিসকিন রোজাদারকে ইফতার করার লক্ষ্যে আনুমানিক ৭৫ হাজার টাকা বাজেট ধরা হয়েছে। আমাদের এ চেষ্টায় আপনাদের সহযোগিতা আশা করি। আপনাদের সাধ্য অনুযায়ী দান করুন। ইনশাআল্লাহ, এ দান সে কঠিন দিনের নাজাতের উসিলা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম