ঢাকা ২২ মে, ২০২৪
সংবাদ শিরোনাম
চান্দিনায় শিশু হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ভিকারুননিসার ১৬৯ ছাত্রীর ভর্তি বাতিলই থাকবে দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় ভোটগ্রহণ শেষ, চলছে গণনা জরায়ুতে টিউমার আছে কি না বুঝবেন যে লক্ষণে রাজবাড়ীতে ভোট দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের জামায়াত নেতা এ টি এম আজহারসহ ১১ জনের কারাদণ্ড ‘খারাপ ভিডিও দেখিয়ে মেডিকেলের স্যার আমাকে অফার করেছিল’ রাইসির মৃত্যুতে শোক পালন করবে বাংলাদেশ লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন তাসকিন সাবেক সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

রেকর্ড ভেঙে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি

#

নিজস্ব প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২৪,  4:02 PM

news image

অতীতের সব রেকর্ড ভেঙে স্মরণকালের সবচেয়ে বেশি ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। আজ মঙ্গলবার বেলা ৩টায় চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার এ তাপমাত্রা রেকর্ড করে। জেলা আবহাওয়া অফিসের তথ্য মতে, স্বাধীনতার পরে বা আগে এই জেলার ইতিহাসে এত বেশি তাপমাত্রার পারদ আগে কখনো ওঠেনি। এটি চলতি মৌসুমে এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ তাপমাত্রা। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) এ জেলায় সর্বোচ্চ ৪২ দশমিক ২ ডিগ্রি, শুক্রবার (২৬ এপ্রিল) ৪২ দশমিক ৭ ডিগ্রি, শনিবার (২৭ এপ্রিল) ৪২ দশমিক ৭ ডিগ্রি, রোববার (২৮ এপ্রিল) ৪১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বশেষ সোমবার (২৯ এপ্রিল) ৪৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ২ ডিগ্রি, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা  আজ মঙ্গলবার দুপুর ১২টায় এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ১৪ শতাংশ। বেলা তিনটায় তাপমাত্রার পারদ আরও ওপরে উঠে দাঁড়ায় ৪৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১২ শতাংশ। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, এপ্রিল মাসের শুরু থেকে চুয়াডাঙ্গা জেলায় কখনো মাঝারি, কখনো তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃষ্টি না হওয়া পর্যন্ত চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকবে। দেশের অন্যান্য অঞ্চলে বৃষ্টি হওয়ার কারণে আগামীকাল থেকে এ জেলার তাপমাত্রা কিছুটা কমে আসবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম