ঢাকা ২১ মে, ২০২৪
সংবাদ শিরোনাম
বাজেট অধিবেশন শুরু ৫ জুন নিপুণের পেছনে বড় শক্তি আছে : ডিপজল ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক কলাপাড়ায় মাসব্যাপী তাঁত শিল্প মেলা শুরু নো হেলমেট নো ফুয়েল বাস্তবায়নে রংপুর জেলা পুলিশের বিশেষ উদ্যোগ ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বাবুবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর দুই ইলিশের দাম ১৪ হাজার টাকা

রাস্তার জন্য গৃহবন্দী প্রায় ১০ থেকে ১৫টি পরিবার

#

২০ মার্চ, ২০২৪,  3:12 PM

news image

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জ মাধবপুর উপজেলার ৪ নং আদাঐর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেহেরপুর গ্রামের ১০ থেকে ১৫ টি পরিবার বাড়ি থেকে বের হওয়ার রাস্তা বন্ধ থাকার কারণে গৃহবন্দীর মত জীবন যাপন করছে। ভুক্তভোগীরা বলছেন বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া খালের পাড় দিয়েই আমাদের পুর্বপুরুষরা চলাফেরা করে আসছিল আমরাও করছি কিন্তু ৮/১০ বছর যাবত এই খালেরপাড় দিয়ে আমাদেরকে আর যেতে দিচ্ছে না পাশের বাড়ির ২/৩ টা পরিবার,ওরা বলছে এই খালের পাড় না কি তাদের ব্যক্তিগত সম্পত্তি।তাই ঐ জায়গায় খোলা বাথরুম দিয়ে আমাদের রাস্তা বন্ধ করে রাখছে। এই সমস্যা সমাধানের জন্য স্থানীয় জনপ্রতিনিধি সহ মাননীয় ইউএনও মহোদয় উপজেলা চেয়ারম্যান মহোদয়ের নিকট লিখিত আবেদন করি, উনারা ইউনিয়ন চেয়ারম্যানকে বিষয়টি সমাধান করতে বলেন কিন্তু ইউনিয়ন চেয়ারম্যান কোন সমাধান করে দিতে পারে নাই। ভুক্তভোগীরা বলেন এই রাস্তার জন্য আমাদের ছেলে মেয়ে গুলো ঠিকমত স্কুলে যেতে পারে না,বিয়ে দিতে গেলে রাস্তার জন্য বিয়ে ভেঙে যায়,এমতাবস্থায় আমরা গৃহবন্দীর মত জীবন অতিবাহিত করছি। পাশের বাড়ির নামপ্রকাশে অনিচ্ছুক একজন মহিলা বলেন, বেশ কিছু দিন আগে তাদের বাড়ির এক মেয়েকে দেখতে আসছিল ছেলে পক্ষ, মেয়ে পছন্দ হলেও রাস্তার জন্য তারা আত্বীয়তা করতে আগ্রহ দেখায় নাই।তারা এই রাস্তার জন্য খুবই কষ্ট করে আসতেছে। ৪নং আদাঐর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর খোরশেদ আলম বলেন,আমি আমার মেম্বার আবু মিয়াকে নিয়ে চেষ্টা করছি গৃহবন্দী মানুষ গুলোর পথের ব্যবস্থা করতে কিন্তু পারি নাই। এখানে খাস জায়গা আছে ২০-২৫ ফুট এই জায়গাটুকু অবৈধ ভাবে শামীম এবং ডালিম দখল করে আছে। ওরা আসলেই অশৃঙ্খল মানুষ, আমি সহ এলাকার গন্যমান্য ব্যক্তিরাও জানে।এটাও সত্য যে অসহায় মানুষ গুলো আসলেই গৃহবন্দীর মত জীবন যাপন করে আসছে,আমি চাই সরকার এর একটা সু-ব্যবস্থা করে দিবে এই দাবী রাখি। ওয়ার্ড মেম্বার আবু মিয়া বলেন, আমি ২/৩ বার তাদের বাড়িতে গিয়েছি কিন্তু কোন সমাধান করে দিতে পারিনি, কারণ শামীম এবং তার ভাই বোন গুলো খুবই অশৃঙ্খল, তাদের আচরণে বুঝতে পারি খুন খারাপি হতে পারে এই ভয়ে আমি আর যাই নাই। এই অসহায় মানুষ গুলো ৮-১০ বছর যাবত এই রাস্তার জন্য খুবই কষ্ট করছে।এখন তারা পাশের বাড়ির হিন্দু সম্প্রদায়ের লোকদের অনুরোধ করে তাদের জায়গা দিয়ে চলাফেরা করছে। আমি প্রশাসনের নিকট অনুরোধ রাখলাম উনারা যেন এই ১০-১৫টি পরিবারের রাস্তার সমস্যাটা সমাধান করে দেন।।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম