রাশিয়া-ইউক্রেন সীমান্তে পরমাণু বোমা নিক্ষেপকারী যুদ্ধবিমান!
আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২১, 10:55 AM
আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর, ২০২১, 10:55 AM
রাশিয়া-ইউক্রেন সীমান্তে পরমাণু বোমা নিক্ষেপকারী যুদ্ধবিমান!
উত্তেজনা বাড়ছেই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। রাশিয়ার যে কোনো আগ্রাসন প্রতিহত করতে ইউক্রেন প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। অন্যদিকে, সীমান্তে নিয়মিত মহড়া অব্যাহত রেখেছে রুশ বাহিনী রাশিয়া-ইউক্রেন সীমান্তে পরমাণু বোমা নিক্ষেপকারী যুদ্ধবিমান! এদিকে রাশিয়া ইউক্রেন দখল করলে কিয়েভকে রক্ষায় যুক্তরাজ্য সেনা পাঠাবে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী। ইউক্রেনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই শনিবার বেলারুশ-ইউক্রেন সীমান্তে পরমাণু বোমা নিক্ষেপে সক্ষম দুটি যুদ্ধবিমান পাঠায় রাশিয়া। তবে, রুশ কর্তৃপক্ষের দাবি বেলারুশ সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত সামরিক মহড়ার অংশ হিসেবেই যুদ্ধবিমান পাঠানো হয়েছে। চার ঘণ্টা সীমান্তে টহল দেয় বিমান দুটি। মস্কো অস্বীকার করলেও কিয়েভ বলছে ভিন্ন কথা। রুশ সেনারা যে কোনো সময় ইউক্রেনে আক্রমণ চালাতে পারে বলে মনে করছেন ইউক্রেনের সেনা সদস্যরা। তবে, নিজেদের ভূখণ্ডে হামলা চালানো হলে পাল্টা আঘাতের জন্য নিজেরা সবসময় প্রস্তুত রয়েছেন বলে জানান তারা। সাধারণ মানুষ ও সেনা সদস্যসহ সবাই নিজেদের ভূখণ্ডের জন্য লড়াই করতে প্রস্তুত। আমরা নিজেদের অস্তিত্বের জন্য লড়ব। শত্রুকে সামনে থেকে মোকাবিলা করব আমরা। এদিকে রাশিয়া যদি ইউক্রেন দখল করে তাহলে ব্রিটেন বা তার মিত্রদের কিয়েভে সেনা পাঠানোর সম্ভাবনা খুব কম বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। ইউক্রেন ন্যাটোর সদস্য না হওয়ায় আগ বাড়িয়ে কেউ নিজেদের সেনা পাঠাবে না বলে মনে করেন ওয়ালেস। তবে, সংঘাত যাতে না হয় সে জন্য কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চলছে বলেও জানান এই ব্রিটিশমন্ত্রী। কিছুদিন ধরেই ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন করছে রাশিয়া বলে দাবি করে আসছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এমনকি আগামী বছরের শুরুতে ইউক্রেনে অভিযান চালাতে পারে মস্কো বলেও আশঙ্কা করা হয়। যদিও এমন অভিযোগ সরাসরি অস্বীকার করে আসছে রাশিয়া। উল্টো ইউক্রেনই উত্তেজনা বাড়াচ্ছে বলে দাবি করেছে ক্রেমলিন।