ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে তফসিল ঘোষণা ঘিরে কড়া নিরাপত্তায় নির্বাচন ভবন বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা, নিন্দা বিএনপির শিশু সাজিদের সর্বশেষ অবস্থা নিয়ে যা জানা গেল ঢাবিতে পিনাকী-ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ ক্ষমা পেয়ে কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ

রাজধানীতে ট্রাক থেকে পড়ে যুবক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২১,  11:02 AM

news image

রাজধানীর বংশালে দাঁড়িয়ে থাকা মালাবাহী ট্রাক থেকে পড়ে আখিল (৩০) নামে এক যুবক মারা গেছেন। আখিল ওই ট্রাক চালকের সহকারী হিসেবে কাজ করতেন। বংশালে মালাবাহী ট্রাক থেকে পড়ে যুবক নিহত বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার বাড়ি বগুড়া কাহালু উপজেলা কাহালুবাজার এলাকায়। বাবার নাম নুরুল ইসলাম। গ্রামেই থাকতো সে। নয়াবাজারের ‘ইদ্রিস আলী এন্টারপ্রাইজের’ মালিক মো. ইদ্রিস আলী জানান, আখিল ট্রাক হেল্পার। বুধবার রাতে তারা বগুড়া থেকে ট্রাক নিয়ে ঢাকার আসে। ভোরে তার দোকান থেকে কাগজ ট্রাকের লোড করেছিল। আখিল ট্রাকের উপর উঠে রশি বাধার সময় রশি ছিঁড়ে সেখান থেকে নিচে পড়ে যায়। এ সময় তার মাথায় গুরুতর আঘাত পান। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান জানান, ট্রাকের উপরে কাজ করার সময় সেখান থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম