রাজধানীতে আরও তিন রুটে চলবে নগর পরিবহন
নিজস্ব প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারি, ২০২২, 8:23 PM
নিজস্ব প্রতিবেদক
০৭ ফেব্রুয়ারি, ২০২২, 8:23 PM
রাজধানীতে আরও তিন রুটে চলবে নগর পরিবহন
গণপরিবহনের বিশৃঙ্খলা দূর করতে রাজধানীতে নতুন আরও তিনটি রুটে বাস চালুর সিদ্ধান্ত নিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে এ তথ্য জানানো হয়। সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে কমিটির সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ভার্চুয়ালি সভায় সংযুক্ত ছিলেন।
মেয়র তাপস বলেন, ঢাকা নগর পরিবহনের প্রথম যাত্রাপথ ২১ নম্বর রুট। এখন আমরা ২২, ২৩ ও ২৬ নম্বর রুট আমরা চিহ্নিত করেছি। মেয়রের ভাষ্যমতে, ২২ নম্বর রুট হবে- ঘাটারচর, বসিলা ও আসাদগেট হয়ে ফার্মগেট, শাহবাগ, পল্টন ও রূপসী হয়ে নারায়ণগঞ্জের ভুলতা পর্যন্ত। ২২ নম্বর রুটটি- ঘাটারচর-বসিলা-আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি-শাহবাগ-পল্টন কমলাপুর-সায়েদাবাদ ও সাইনবোর্ড হয়ে মেঘনা ঘাট পর্যন্ত। এর ২৬ নম্বর রুট হচ্ছে- ঘাটারচর-বসিলা-আসাদগেট হয়ে সায়েন্স ল্যাবরেটরি-শাহবাগ-কাকরাইল-শাপলা চত্বর-দয়াগঞ্জ ও পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত। এর আগে গত ২৬ ডিসেম্বর কেরানীগঞ্জের ঘাটারচর টু কাঁচপুর রুটে বিআরটিসির ৩০টি ডাবল ডেকার বাসসহ ৫০টি বাস দিয়ে ঢাকা নগর পরিবহনের যাত্রা শুরু হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ের রুট রেশনালাইজেশনের ২৮ কিলোমিটারের এ রুটে ঢাকা নগর পরিবহনের ৫০টি বাস দিয়ে কার্যক্রম শুরু হলেও দুই মাসের মধ্যে তা ১০০টিতে উন্নীত করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন ২০১৫ সালে। পরে ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর বাস রুট রেশনালাইজেশন কমিটির ব্যবস্থাপনার দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র মোহম্মাদ সাঈদ খোকন। সে সময় থেকে তিনি এ বিষয়ক কমিটির ১১টি সভা করেছেন। এরপর নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস এর দায়িত্ব পান। তারই অংশ হিসেবে ৭ ফেব্রুয়ারি কমিটির ২১তম সভা অনুষ্ঠিত হয়।