ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
যৌথবাহিনীর অভিযান: এখনও উদ্ধার হয়নি ১৮৮৫টি অস্ত্র ও ৩ লাখ গোলাবারুদ ভারতকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন রিজভী সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংশোধিত নির্দেশনা সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ গাজীপুর মহানগরীর স্বেচ্ছাসেবক দলকে সু-সংগঠিত করতে রাজপথে হালিম মোল্লা পরিবারের বয়স্কদের যত্ন নেবেন যেভাবে আহতদের খোঁজখবর নিতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ৬ চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে: অর্থ উপপদেষ্টা

রংপুরে ইয়াবা উদ্ধার মোটরসাইকেল জব্দ দেশীয় অস্ত্রসহ গ্রেফতার-৪

#

২২ জুন, ২০২৪,  12:03 PM

news image

আবুল হোসেন বাবলুঃ নগরীর একটি বালুর পয়েন্টে মাদক ক্রয় বিক্রয় হচ্ছে মর্মে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় মেট্রোপলিটন পুলিশের একটি আভিযানিক দল। তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ ৪ ঘন্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) উৎপল কুমার রায় স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২০ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে আরপিএমপি'র এসি পরশুরাম (অতিরিক্ত দায়িত্বে মাহিগঞ্জ জোন) মোঃ আল ইমরান হোসেন এর নেতৃত্বে কোতোয়ালী থানা, হারাগাছ থানা এবং মাহিগঞ্জ থানার অফিসার ও ফোর্স এর সমন্বয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় দীর্ঘ ৪ ঘন্টা অভিযান পরিচালিত হয়।  অভিযানকালে হারাগাছ থানার অন্তর্ভুক্ত চরচতুরা গ্রামের টাংরীর বাজাবের দক্ষিন পশ্চিম পার্শ্বে একটি বালুর পয়েন্ট হতে ৪ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ।  গ্রেফতারকৃতরা রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার অন্তর্ভুক্ত ২৭নং ওয়ার্ড এর বাবুখাঁ আলমনগর মহল্লার আব্দুস সামাদ এর ছেলে আনাস সামাদ (৩৫), মৃত দেলোয়ার হোসেন এর ছেলে বিপ্লব হোসেন (৩২), মোঃ নাসিম এর ছেলে আশিক (৩২) এবং ২৬নং ওয়ার্ড এর  পাটবাড়ী এলাকার শের আলীর ছেলে সাইদুল ইসলাম (৩৫)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদক, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২টি রেজিঃ বিহীন পুরাতন মোটরসাইকেল, ৫৫ পিস ইয়াবা, ২টি চাপাতি ১টি চাইনিজ কুড়াল, ১টি ৩০ ইঞ্চি লম্বা স্টিল পাইপের তৈরী ক্রিচ সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম