ঢাকা ২১ মে, ২০২৪
সংবাদ শিরোনাম
বাজেট অধিবেশন শুরু ৫ জুন নিপুণের পেছনে বড় শক্তি আছে : ডিপজল ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক কলাপাড়ায় মাসব্যাপী তাঁত শিল্প মেলা শুরু নো হেলমেট নো ফুয়েল বাস্তবায়নে রংপুর জেলা পুলিশের বিশেষ উদ্যোগ ইরানে পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা বাবুবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু চান্দিনায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত ব্যাটারিচালিত রিকশা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর দুই ইলিশের দাম ১৪ হাজার টাকা

রংপুরের গঙ্গাচড়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে হত্যা ঘটনায় গ্রেফতার-৩

#

২১ মার্চ, ২০২৪,  12:49 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরের গঙ্গাচড়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনায় প্রধান আসামী বকুল মিয়াসহ ৩জন আসামীকে মাত্র ২৪ ঘন্টার মধ্যে নীলফামারীর জলঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।  র‍্যাব-১৩'র অধিনায়কের পক্ষে ফ্লাইট লেফটেন্যান্ট স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ মার্চ সন্ধ্যা সাতটার দিকে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন বড়বিল মন্থনা দীঘলপাড়া এলাকায় জুয়া খেলার প্রতিবাদ করায় জুয়েল ইসলাম @ মাজু নামে একজনকে পিটিয়ে হত্যা করে জুয়ারিরা। হত্যাকাণ্ডটি নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। গণমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা যায় যে, দীঘলপাড়া এলাকায় বকুল মিয়ার নেতৃত্বে প্রতিদিন জুয়ার আসর বসিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এলাকার সামাজির পরিবেশ নষ্ট করে আসছিলো। সেকারণেই জুয়েল ইসলাম @ মাজু তাদের জুয়া খেলায় বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাকে এলোপাথাড়ীভাবে মারপিট করে এবং হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরবর্তীতে জুয়েল ইসলাম বাজার করার জন্য বড়বিল মন্থনা বাজারে গেলে পূর্ব পরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা বকুল মিয়াসহ অন্যান্যরা জুয়েল ইসলামের উপর চরাও হয় এবং এলোপাথাড়ি ভাবে দেশীয় অস্ত্র লাঠিসোঠা দিয়ে মারতে থাকে। একপর্যায় জুয়েল ইসলাম@ মাজু জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়লে তাকে ফেলে রেখে আসামীরা পালিয়ে যায়। পরে জুয়েল ইসলাম @ মাজু'র স্ত্রী লোক মারফত জানতে পেরে স্থানীয় জনগণের সহায়তায় গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মাজু'র স্ত্রী বাদী হয়ে ১৯ মার্চ আসামীদের রিরুদ্ধে রংপুর জেলার গঙ্গচড়া থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-২৫, তারিখ- ১৯/০৩/২০২৪, ধারা-১৪৩/৩৪১/৩০২/ ৫০৬/৩৪ পেনাল কোড ১৮৬০। ঘটনার পর পরই আসামীগণ বিভিন্ন স্থানে আত্মগোপন করে। বিষয়টি নিয়ে র‌্যাব-১৩ রংপুর ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৩ ব্যাটালিয়ন সদর রংপুর ও সিপিসি-২ নীলফামারী গোপন তথ্যের ভিত্তিতে ২০ মার্চ মধ্য রাতে নীলফামারী জেলার জলঢাকা থানাধীন কৈমারী ইউনিয়নের গাবরুম এলাকা হতে হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন বড়বিল মন্থনা গ্রামের মৃত মনছুর আলীর ছেলে বকুল মিয়া, অফিজ উদ্দিন @ ডাঙ্গা'র ছেলে আব্দুল খালেক এবং একই গ্রামের মৃত ফরহাদ মিয়া ছেলে আলাল মিয়া। ধৃত আসামীদের গঙ্গাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম