ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
যৌথবাহিনীর অভিযান: এখনও উদ্ধার হয়নি ১৮৮৫টি অস্ত্র ও ৩ লাখ গোলাবারুদ ভারতকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন রিজভী সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংশোধিত নির্দেশনা সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ গাজীপুর মহানগরীর স্বেচ্ছাসেবক দলকে সু-সংগঠিত করতে রাজপথে হালিম মোল্লা পরিবারের বয়স্কদের যত্ন নেবেন যেভাবে আহতদের খোঁজখবর নিতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ৬ চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে: অর্থ উপপদেষ্টা

রংপুরের গঙ্গাচড়ায় গাঁজাভর্তি ট্রাক জব্দ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব

#

১৩ জুলাই, ২০২৪,  12:20 PM

news image

আবুল হোসেন বাবলুঃ মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে।এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুন সমাজের প্রতি।  অপরদিকে রাত-দিন বিরামহীন অভিযান চালিয়ে যাচ্ছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় র‌্যাবের চলমান মাদকবিরোধী অভিযানে শুক্রবার ১২ জুলাই রাত দুইটার দিকে ব্যাটালিয়ন সদর র‍্যাব-১৩'র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানাধীন ৫নং লক্ষীটারী ইউনিয়নের অন্তর্গত মহিপুর কাকিনা ব্রীজের উত্তর পাশে অভিযান চালায়। এ সময় বায়তুল নুর জামে মসজিদের সামনে কাকিনা বাজার টু রংপুর গামী পাকা রাস্তার উপর একটি ট্রাকে তল্লাশি করে ৭২ কেজি গাঁজা উদ্ধার সহ শীর্ষ ২ মাদক কারবারিকে গ্রেফতার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করেছে র‍্যাব। র‌্যাব-১৩'র অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার, সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নূর আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত মাদক কারবারিরা শেরপুর জেলার সদর থানার অন্তর্ভুক্ত চরমোচারিয়া মাছপাড়া গ্রামের আজিজ এর ছেলে মোঃ সাজু এবং জামালপুর জেলার ইসলামপুর থানাধীন ৪নং চর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে ফজলু।  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রংপুর জেলার গঙ্গাচড়া থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করে আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম