ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৫,  10:50 AM

news image

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে এখনই এগোচ্ছে না জাপান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবনতি হওয়ার আশঙ্কা এবং ইসরায়েলের বিরাগভাজন না হওয়ার কৌশল থেকেই দেশটি এমন অবস্থান নিয়েছে। বুধবার জাপানি দৈনিক আসাহি শিম্বুন এক প্রতিবেদনে সরকারি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়, ওই সূত্রটির নাম গোপন রাখা হয়েছে। চলতি মাসে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ একাধিক দেশ জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। এ প্রক্রিয়াকে কেন্দ্র করে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। আসাহি আরও জানায়, ফিলিস্তিন-ইসরায়েল সংকট সমাধানে দ্বিরাষ্ট্র গঠনের সম্ভাব্য রূপরেখা নিয়ে আগামী ২২ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে একটি উচ্চপর্যায়ের আলোচনা হবে। তবে এতে অংশ নেবেন না জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। এর আগে, জাপানের কিয়োডো সংবাদ সংস্থা জানায়, ফিলিস্তিনকে স্বীকৃতি না দিতে বিভিন্ন দেশের ওপর কূটনৈতিক চাপ তৈরি করেছে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারোট সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। এদিকে, জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আমরা পরিস্থিতি ও সময় বিবেচনায় রেখেই পর্যবেক্ষণ করছি।’ তবে গত শুক্রবার জাতিসংঘের এক বৈঠকে জাপান ১৪২টি দেশের সঙ্গে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে ভোট দিয়েছে। বিশ্লেষকদের মতে, জাপানের এই কৌশলী অবস্থান মূলত যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রয়াস। সূত্র : রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম