ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ডাকসুর তফসিল ২৯ জুলাই, সেপ্টেম্বরের ২য় সপ্তাহে নির্বাচন দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি নিয়ে বিশেষ নির্দেশনা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ৩৯ আসামি ট্রাইব্যুনালে সেনাসদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা উচ্চকক্ষ নিয়ে আগামী ৩ দিনের মধ্যে একটা সিদ্ধান্ত হবে: আলী রীয়াজ ঘৃণার জবাবে ভালোবাসার বার্তা দিলেন অভিনেত্রী বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু আজ ঢাকায় বৃষ্টির আভাস, কমবে গরম ভয় জাগাচ্ছে গ্রামের ডেঙ্গু

যুব বিশ্বকাপ: ভারতের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২২,  8:32 PM

news image

যুব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে ব্যাটিং বিপযয়ে পড়েছে। ভারতের রবি কুমারের পেস তোপে পড়ে স্কোরবোর্ডে ১৪ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৩ উইকেট। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩৪ রান। উইকেটে আছেন আইচ মোল্লা ৬ রানে ও আরিফুল ইসলাম ৮ রানে।  শনিবার (২৯ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগাতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় ম্যাচটি শুরু হয়। টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩ রানে মাহফিজুলকে বোল্ড করেন রবি কুমার।

উইকেটে থিতু হওয়ার আগেই আরেক ওপেনার ইফতেখারকে ব্যক্তিগত এক রানে ফেরান রবি কুমার। দলীয় স্কোর তখন মাত্র ১২ রান। দুই রান পরেই তৃতীয়বারের মতো টাইগার যুবাদের মনোবলে চিড় ধরান পেসার রবি কুমার। এবার ব্যক্তিগত ৭ রান করে ফিরে যান ওয়ান ডাউনে নামা প্রান্তিক নওরোজ নাবিল।  দুই দলের মুখোমুখি লড়াইয়ে ভারত এগিয়ে থেকেই মাঠে নামবে। সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে ভারতের জয়ের বিপরীতে বাংলাদেশের জয় একটি। একটি ম্যাচের ফল হয়নি। পরিসংখ্যানে ভারত এবং বাংলাদেশের যুব দল মোট ২৪ বার মুখোমুখি হয়েছে। তার মধ্যে একটি ম্যাচ খেলা হয়নি। বাকি ২৩টি ম্যাচের মধ্যে ভারতের জয় ১৯টিতে, বাংলাদেশ মাত্র ৪টি ম্যাচ জিতেছে। বাংলাদেশ সর্বশেষ ভারতের অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হয়েছিল গত ৩১ ডিসেম্বর এশিয়া কাপের সেমিফাইনালে। সে ম্যাচে ১০৩ রানের বড় ব্যবধানে হারে টাইগার যুবারা। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে বাজেভাবে হারে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যদিও পরের দু'টি ম্যাচে কানাডাকে ৮ উইকেটে এবং সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়ে গ্রুপ লিগে রানার্সআপ হয়ে শেষ আটে উঠে বাংলাদেশ।

ভারতের অনূর্ধ্ব-১৯ একাদশ

এ রঘুবংশী, হারনুর সিং, শেখ রশিদ, ইয়াশ ঢুল (অধিনায়ক), বাওয়া, সিদ্ধার্থ ইয়াদব, তাম্বে, বানা, হাঙ্গারগেকার, ভিকে অস্টওয়াল ও রবি কুমার।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ একাদশ

মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, প্রান্তিক নওরোজ নাবিল, আইচ মোল্লা, মো. ফাহিম, আরিফুল ইসলাম, এস এম মেহেরব, আশিকুর জামান, তানজিম হাসান সাকিব, রকিবুল হাসান (অধিনায়ক) ও রিপন মন্ডল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম