ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি পিআর তো বিএনপিরই চাওয়ার কথা: মুফতি ফয়জুল করিম কঠোর কর্মসূচির হুঁশিয়ারি সাত কলেজ শিক্ষার্থীদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর দক্ষিণখান থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করল ছাত্রদল চট্টগ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪ শ্রমিক বার্ন ইন্সটিটিউটে নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদাকে সাতক্ষীরায় সংবর্ধনা সাবেক ভূমিমন্ত্রীর বাংলাদেশি এজেন্ট আব্দুল আজিজ ও উৎপল গ্রেপ্তার দ্বিতীয় দিনের সাক্ষ্যে শেখ হাসিনাসহ দায়ীদের কঠোর শাস্তি চাইলেন নাহিদ ইসলাম

যুব বিশ্বকাপ: কানাডাকে হারিয়ে প্রথম জয় বাংলাদেশের

#

ক্রীড়া প্রতিবেদক

২১ জানুয়ারি, ২০২২,  9:32 AM

news image

ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবারের বিশ্বকাপ যাত্রাটা একদম শুভ হয়নি। নিজেদের প্রথম ম্যাচেই ইংলিশ যুবাদের সামনে মুখ থুবড়ে পড়ে তারা। এতে সুপার লিগে যাওয়ার স্বপ্নে কিছুটা বাধার মুখে পড়ে টাইগার যুবারা। অবশেষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ৮ উইকেট ও ১১৯ বল হাতে রেখে পরাজিত করে সেই আশা বাঁচিয়ে রাখল রাকিবুল হাসানের দল। জয়ের মূল ভীতটা আগেই সেরে রেখেছিলেন বোলাররাই। বিশেষ করে রিপন মন্ডল ও এসএম মেহরবের বোলিংয়ে কানাডা ৪৫ ওভার ব্যাট করে গুটিয়ে যায় ১৩৬ রানে। বাংলাদেশের পক্ষে রিপন মন্ডল ও মেহেরাব হোসেন অহীন নেন সমান ৪টি করে উইকেট। বাকি দুটি নেন আশিকুর জামান।  ১৩৭ রানের লক্ষ্য খেলতে নামা বাংলাদেশ ইফতেখার হোসেন ইফতির ফিফটি ও প্রান্তিক নওরোজ নাবিল ৩৩ রানের ইনিংসের সুবাদে ৩০.১ ওভারেই ৮ উইকেটের জয় তুলে নেয়।

এই জয়ের ফলে সুপার লিগের আশা বেঁচে রইল টাইগার যুবাদের। বৃহস্পতিবার অবশ্য টস জিতে ব্যাটিংয়ে নেমে কানাডার শুরুটা মন্দ হয়নি। পাওয়ার প্লের ১০ ওভারে তারা কোন উইকেট না হারিয়ে ৩৪ রান সংগ্রহ করে ফেলে। তবে ১১তম ওভারের প্রথম বলে রিপনের বলে জাশ শাহের বিদায়ের পর কানাডা শিবিরে ফাটল ধরে। সেখানে এক প্রান্তে অনুপ চাকমা দাঁড়িয়ে থাকলেও তাকে যোগ্য সহযোগিতা কেউ করতে পারেনি। শেষ অনুপ ১১৭ বল মোকাবিলা করে ৬৩ রান করে ফেরেন। অনুপের বিদায়ের পর মাত্র ১০ রানে বাকি দুই উইকেটের পতন ঘটে।  জবাবে ব্যাট করতে নেমে এদিনও উদ্বোধনী জুটি বাংলাদেশকে সাফল্য এনে দিতে ব্যর্থ হয়। দলীয় ২৬ রানে ওপেনার মাহফিজুল ইসলাম আউট হন ১২ রান করে। এরপর দ্বিতীয় উইকেটে ইফতেখার হোসাইন ও প্রান্তিক নওরোজ ৭৬ রানের জুটি গড়েন। প্রান্তিক ৫২ বলে ৩৩ রান করে আউট হলেও অন্যপ্রান্ত আগলে রাখেন ইফতেখার। শেষ পর্যন্ত ৮৯ বলে অপরাজিত ৬১ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন ইফতেখার। আইচ মোল্লা ২৬ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ৮ উইকেটের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম