যাত্রাবাড়ীতে ছুরিকাঘাত করে নগদ টাকাসহ মোবাইল ছিনতাই
নিজস্ব প্রতিবেদক
০২ ডিসেম্বর, ২০২৫, 11:08 AM
নিজস্ব প্রতিবেদক
০২ ডিসেম্বর, ২০২৫, 11:08 AM
যাত্রাবাড়ীতে ছুরিকাঘাত করে নগদ টাকাসহ মোবাইল ছিনতাই
রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে জাকির হোসেন (৪৬) নামে এক ওয়ার্কশপ কর্মচারীকে ছুরিকাহত করে নগদ টাকা ও মোবাইল ছিনতাই করেছে দুই দুর্বৃত্ত। মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে বধুয়া কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। আহত জাকির ফরিদপুর সদর উপজেলার ফতেপুর গ্রামের মৃত আক্কাস মোল্লার ছেলে তিনি। বর্তমানে সায়েদাবাদ জনপদ মোড়ের চাঁদপুর ভিলা সুমনের বাড়িতে ভাড়া থাকেন। জাকিরকে উদ্ধারকারী মুক্তার জানান, জাকির হোসেন ভোরে পায়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত দুই ছিনতাইকারী তার পথরোধ করে। পরে তারা তার ডান পায়ের রানে ও পিঠে ছুরিকাঘাত করে তার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।