ঢাকা ০৫ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির নতুন আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি খেলাপি ঋণ আদায়ে আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে তিতাসে ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, লন্ডনে নেয়া হবে খালেদা জিয়াকে হজ অত্যাধুনিক করতে সৌদি সরকারের নতুন ২ উদ্যোগ পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৭১ হাজার প্রবাসীর নিবন্ধন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

যশোরে তাঁতী লীগের সাবেক নেতাকে হত্যা

#

১৮ নভেম্বর, ২০২১,  10:20 AM

news image

যশোরে আব্দুর রহমান কাকন (৩৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শহরে নিজ বাড়ির পাশের একটি চায়ের দোকানে গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে তাঁকে ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুর রহমান কাকন শহরের বারান্দিমোল্লাপাড়া কবরস্থান এলাকার বাসিন্দা।

২০১৮ সালের নভেম্বরে জেলা তাঁতী লীগের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। তিনি ওই কমিটির সদস্য সচিব ছিলেন। অভিযোগ রয়েছে, কাকন তাঁতী লীগের নেতা পরিচয়ে নানা ধরনের নেতিবাচক কর্মকাণ্ড করে শহরে বিতর্কিত হয়েছিলেন। যশোর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। কাকনের ছোট ভাই রিফাত বলেন, ‘গতকাল রাত সাড়ে ১০টার দিকে কাকন বাড়ির পাশের একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় কয়েকজন দুর্বৃত্ত তাঁকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে সেখানে থাকা লোকজন যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টা ৫ মিনিটে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’ যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, ‘আব্দুর রহমান কাকনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। কোনো পক্ষ পূর্ব শত্রুতার জের ধরে তাঁকে হত্যা করে থাকতে পারে। হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম