ঢাকা ১৪ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বৃষ্টি আরও কত দিন থাকবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ঢামেকে একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিলেন নারী মুখোমুখি ভারত-পাকিস্তান: পরিসংখ্যানে এগিয়ে কে ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর রহমান ও তার স্ত্রী রিমান্ডে ‘ডাকসু-জাকসুতে জালিয়াতি করে নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে কর্তৃপক্ষ’ ১২১ বার পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন মেক্সিকোর ইউকাতানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ অনলাইন জুয়া-প্রতারণা বন্ধে আরও কঠোর হচ্ছে সরকার শাহ আমানত বিমানবন্দরে রেকর্ড রাজস্ব আয় মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা

ম্যাচ হারা নিয়ে যা বললেন লিটন

#

ক্রীড়া প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০২৫,  10:59 AM

news image

জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১৪০ রানের লক্ষ্য দেওয়ার পর ৩২ বল বাকি থাকতেই ৬ উইকেটে হেরেছে টাইগাররা। এমন বড় হারে বাংলাদেশের জন্য সুপার ফোরের সমীকরণটাও বেশ কঠিন হয়ে গেছে। টাইগারদের জন্য আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটি ম্যাচ এখন বাঁচা-মরার। টুর্নামেন্টে টিকে থাকতে হলে ওই ম্যাচে তাদের জিততেই হবে।  গতকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম দুই ওভারে কোনো রান তোলার আগেই ২ উইকেট হারিয়ে ফেলে। পাওয়ারপ্লের ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে মাত্র ৩০ রান। পরে টেনেটুনে ১৩৯ রানের পুঁজি দাঁড় করায় বাংলাদেশ। ম্যাচ শেষে ব্যাটিংয়ের শুরুটা নিয়ে হতাশা ঝরেছে অধিনায়ক লিটন দাসের কণ্ঠে। ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লিটন বলেন, ‘পাওয়ারপ্লেতেই আমরা ম্যাচ হেরে গেছি মনে হয়। উইকেট অনেক ভালো ছিল ব্যাট করার জন্য। ১৭০-১৮০ রান করতে পারলে সুযোগ ছিল। ভালো উইকেটে ১৪০ রান করলে আপনাকে ভালো বোলিং এবং ফিল্ডিং করতে হবে, যা আমরা করতে পারিনি।’ আফগানিস্তানের সঙ্গে ম্যাচ অনেকটা কাপ ফাইনালের মতো বলেও মনে করেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, ‘সেরকমই (ফাইনালের মতো), দেখা যাক।’ মাঠে হাজির হয়ে হারের সাক্ষী হওয়া দর্শকদের উদ্দেশে লিটন বলেন, ‘সাপোর্টারদের ধন্যবাদ। দেশের বাইরে আমরা খেললেই তারা আমাদের সমর্থন দিতে চলে আসেন। আমি আশা করব তারা আবার এসে আমাদের সাপোর্ট করবেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম