ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বামনার যৌথবাহিনীর চেকপোস্ট অভিযান ভারতে পালিয়ে থাকা হাসিনা-কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ফ্যাসিবাদের অন্ধকার পেরিয়েছি, শঙ্কা কাটেনি: রিজভী জকসু নির্বাচনে শিবিরের ২১ দফা ইশতেহার ভারতে এক শ্রমিককে ‘বাংলাদেশি ভেবে’ পিটিয়ে হত্যার অভিযোগ বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগুনে পুড়িয়ে মারা ও প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া নিয়ে যা বললেন ধর্ম উপদেষ্টা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি নির্বাচন ফেব্রুয়ারিতেই হোক: জামায়াত আমির

মেয়ে প্রেম করে বিয়ে করায় বাবার আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০২৩,  11:42 AM

news image

ফেনীর সোনাগাজীতে মেয়ের প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় এক বাবা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জলদাস পাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত হিরণ চন্দ্র (৫০) বিষ্ণুপুর গ্রামের জলদাস পাড়ার বাসিন্দা।পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, হিরণের মেয়ে গত ১ সেপ্টেম্বর স্বগোত্রীয় মীরসরাই উপজেলার এক যুবকের সঙ্গে প্রেম করে পালিয়ে বিয়ে করেন। পরে বিয়ের এক সপ্তাহের মাথায় ওই যুবক তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু বিয়ে মেনে নেয়নি যুবকের পরিবার। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক বৈঠকও হয়েছিল। এতে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন হিরণ। এদিকে সোমবার সকাল ৯টার দিকে বাড়ির সামনে অর্জুন গাছের ডালের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে হিরণ আত্মহত্যা করেন। পরে বেলা ১১টার দিকে তার মেয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। ওসি মো. হাসান ইমাম জানান, সোমবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম