ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
যাত্রাবাড়ীতে আবাসিক হোটেল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার চার পদ্ধতিতে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা: আলী রীয়াজ একনেকে ৮ হাজার ৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ৮ দিন ব্যাহত হতে পারে দেশের স্যাটেলাইট সেবা কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্ব: প্রেস সচিব নেপালে 'জেন জি' আন্দোলনে নিহতরা রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়ার বিষয়ে নতুন বার্তা ছয় মাসের মধ্যে সুষ্ঠু নির্বাচন করে দায়িত্ব থেকে মুক্তি চাই নতুন মামলায় আনিসুল-আমুসহ ৮ জন গ্রেফতার পরিবহন পুলের ৪০৬ জন গাড়ি চালকের নিয়োগ কার্যক্রম স্থগিত

মেয়ে প্রেম করে বিয়ে করায় বাবার আত্মহত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর, ২০২৩,  11:42 AM

news image

ফেনীর সোনাগাজীতে মেয়ের প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় এক বাবা আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সোনাগাজী মডেল থানার ওসি মো. হাসান ইমাম এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে চরমজলিশপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের জলদাস পাড়ায় এ ঘটনা ঘটেছে। নিহত হিরণ চন্দ্র (৫০) বিষ্ণুপুর গ্রামের জলদাস পাড়ার বাসিন্দা।পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানান, হিরণের মেয়ে গত ১ সেপ্টেম্বর স্বগোত্রীয় মীরসরাই উপজেলার এক যুবকের সঙ্গে প্রেম করে পালিয়ে বিয়ে করেন। পরে বিয়ের এক সপ্তাহের মাথায় ওই যুবক তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু বিয়ে মেনে নেয়নি যুবকের পরিবার। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক বৈঠকও হয়েছিল। এতে মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন হিরণ। এদিকে সোমবার সকাল ৯টার দিকে বাড়ির সামনে অর্জুন গাছের ডালের সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে হিরণ আত্মহত্যা করেন। পরে বেলা ১১টার দিকে তার মেয়ে ঝুলন্ত মরদেহ দেখতে পান। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন। ওসি মো. হাসান ইমাম জানান, সোমবার দুপুরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম