ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
আল্লাহ ছাড়া কেউ এই নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন তৌহিদ আফ্রিদি কারাগারে রাজধানীর বসুন্ধরা থেকে অস্ত্রসহ ৬ যুবক গ্রেপ্তার উল্লাপাড়ায় বাইচের নৌকার সঙ্গে বরযাত্রীর নৌকার সংঘর্ষ, নিহত ২ ইন্দোনেশিয়ায় ব্যাপক বিক্ষোভ, নিহত ৩ ফোনে নুরের চিকিৎসার খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, সুষ্ঠু তদন্তের আশ্বাস টেকসই উন্নয়নের জন্য জীবনধারায় পরিবর্তন আনতে হবে: পরিবেশ উপদেষ্টা ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ নুরের ওপর হামলার নিন্দা ও তদন্তের নিশ্চয়তা প্রেস সচিবের নুরের ওপর হামলা সুগভীর ষড়যন্ত্রের অংশ: অ্যাটর্নি জেনারেল

মেহজাবীনের বাজিমাত

#

বিনোদন প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২৪,  1:55 PM

news image

বিশ্বের বৃহত্তম চলচ্চিত্র উৎসবগুলোর মধ্যে অন্যতম টরেন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গত ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) পর্দা উঠলো এই উৎসবের ৪৯তম আসরের। তবে এবারের উৎসবটি দেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ এই উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশি চলচ্চিত্র ‘সাবা’। এটি ছাড়াও আরও ২৩টি চলচ্চিত্র এই বিভাগে জায়গা করে নিয়েছে। তবে এই উৎসবে, উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শনী হয়েছে ডেভিড গর্ডন গ্রিন পরিচালিত ‘নাটক্র্যাকার্স’ সিনেমার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বেন স্টিলার।

শনিবার (৭ সেপ্টেম্বর) প্রিমিয়ার হয়েছে বাংলাদেশি ছবি ‘সাবা’র! যে ছবির মধ্য দিয়ে বড়পর্দায় অভিষিক্ত হচ্ছেন লাক্সসুপারস্টার খ্যাত দেশের ছোটপর্দার তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবিটির নির্মাতা মাকসুদ হোসেন। এটি তারও প্রথম সিনেমা।জানা গেছে উৎসব শুরুর আগেই ‘সাবা’র প্রদর্শনীর সব টিকিট বিক্রি হয়ে গেছে। এ বিষয়টি নিয়ে গত সপ্তাহে মেহজাবীন জানিয়েছে, টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৭ তারিখের সমস্ত টিকিট শেষ হয়ে গেছে। বন্ধুদের জন্য টিকিট কাটতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তিনি।

তবে আশার কথা হচ্ছে, ঠিক পরের দিনেই (৮ সেপ্টেম্বর) ‘সাবা’র আরও একটি শো আছে। সেদিন নিজেও উপস্থিত থাকবেন জনপ্রিয় এই অভিনেত্রী। নির্মাতা ও অভিনেত্রীর প্রথম ছবিটি প্রথমবারের মতো দর্শকের সামনে আসছে। উৎসবের ওয়েব সাইট দেখে জানা যায়, ৭ ও ৮ তারিখ ছাড়াও উৎসবে ১৪ তারিখে আবারও প্রদর্শিত হবে সিনেমাটি। মেহজাবীন জানিয়েছেন, সেই শোতেও তিনি উপস্থিত থাকবেন।

এ ছাড়া আরেকটি বিশেষ প্রদর্শনী আছে, সেটি কেবল আমন্ত্রিত সাংবাদিক, নির্মাতা ও শিল্পীদের জন্য। ফিউশন পিকচার্সের ব্যানারে নির্মিত ছবির চিত্রনাট্য লিখেছেন মাকসুদ ও ত্রিলোরা খান। চিত্র গ্রহণ করেছেন বরকত হোসেন পলাশ।

ছবিটি এখনো দেশে মুক্তি পায়নি। তবে কবে আসতে পারে তা জানতে চাইলে নির্মাতা মাকসুদ জানান, আগামী বছরের শুরুর দিকে ছবিটি দেশে মুক্তি পাবে। তার আগে আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

মাকসুদ হোসেন দীর্ঘদিন ধরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করছেন। এর পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও তিনি পরিচিত। বর্তমানে তিনি ‘বেবিমুন’ নামে পরবর্তী সিনেমার চিত্রনাট্য করছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম