ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
যৌথবাহিনীর অভিযান: এখনও উদ্ধার হয়নি ১৮৮৫টি অস্ত্র ও ৩ লাখ গোলাবারুদ ভারতকে হুঁশিয়ারি দিয়ে যা বললেন রিজভী সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধ বিজিবির মূল দায়িত্ব এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংশোধিত নির্দেশনা সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ গাজীপুর মহানগরীর স্বেচ্ছাসেবক দলকে সু-সংগঠিত করতে রাজপথে হালিম মোল্লা পরিবারের বয়স্কদের যত্ন নেবেন যেভাবে আহতদের খোঁজখবর নিতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে বিস্ফোরণ, দগ্ধ ৬ চাঁদাবাজ কমলে নিত্যপণ্যের দাম কমবে: অর্থ উপপদেষ্টা

মেকআপহীন খোলামেলা ছবিতে ট্রলের মুখে অভিনেত্রী ঋতুপর্ণা

#

বিনোদন ডেস্ক

২৭ জুন, ২০২৪,  12:22 PM

news image

টলিউডের শীর্ষ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বেশ কিছুদিন ধরেই খবরের শিরোনামে রয়েছেন তিনি। তার ও প্রসেনজিতের ৫০তম জুটির ছবি অযোগ্য-র মুক্তির আগেই রেশন দুর্নীতিকাণ্ডে দু’বার ইডির তলবের মুখে পড়েছেন। সম্প্রতি ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন অভিনেত্রী। প্রায় পাঁচ ঘণ্টা জেরা শেষে সেখান থেকে বের হন তিনি। এরপর নতুন সিনেমার প্রচারণা নিয়েও কেটেছে ব্যস্ত সময়। সবকিছু মিলিয়ে খানিকটা ক্লান্ত ঋতুপর্ণা। তাই নিজের জন্য কিছুটা অবসর সময় বের করেই ঘুরতে চলে গেছেন টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী। সেখানে গিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। অভিনেত্রী ঠিক কোথায় গেছেন সেটা জানা না গেলেও ঋতুর ছবির ক্যাপশন দেখে বোঝা গেছে, তিনি কোনও দ্বীপে একান্তে সময় কাটাচ্ছেন। সাদা নেটের টপ পরেছেন। চোখে সানগ্লাস, মুখে মেকআপের লেশটুকু নেই। চেনা সেই খোলা চুলে ঋতুপর্ণা বেশ কিছু সেলফি নিয়েছেন। যেই সেলফি দেখেই বোঝা যাচ্ছে অভিনেত্রীর চেহারায় সান ট্যান পরেছে। একদমই প্রকৃতির কোলে নিজেকে হারানোর জন্য শহর ছেড়ে চলে গিয়েছেন কোনও নির্জন দ্বীপে। মেকআপ ছাড়া ঋতুপর্ণা ছবি দিতেই ট্রলের মুখে পড়েছেন। অনেকেই তার ছবির নিচে কমেন্টে লিখেছেন, ‘মেকআপ ছাড়া জঘন্য লাগছে।’ আবার অনেকে লিখেছেন, ‘কী বিচ্ছিরি দেখতে লাগছে।’ কেউ কেউ অভিনেত্রীকে মাসিমা বলেও সম্বোধন করেছেন। তবে তাদের কারোর মন্তব্যের জবাব দেননি ঋতুপর্ণা। তিনি নিজের মতো করে ছুটি উপভোগ করছেন। বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছেন। প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায় ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। গত ১৯ জুন ইডি দফতরে আসেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তার আইনজীবী। পাঁচ ঘণ্টা পর ঋতপর্ণা ইডি দফতর থেকে বের হন। গাড়িতে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতুপর্ণা বলেন, ‘আমার সহযোগিতায় তদন্তকারীরা খুশি। এই দুর্নীতির সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। তারাও (তদন্তকারীরা) সহযোগিতা করেছেন, আমিও সহযোগিতা করেছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম