মুমিনুলের সেঞ্চুরি, মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৪, 12:49 PM
স্পোর্টস ডেস্ক
৩০ সেপ্টেম্বর, ২০২৪, 12:49 PM
মুমিনুলের সেঞ্চুরি, মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বলে দুর্দান্ত সুইপ। বল স্কয়ার লেগ দিয়ে মুহূর্তেই হলো সীমানাছাড়া। ৯৬ রান থেকে তাতে শতকে পৌঁছে গেলেন কক্সবাজারের ছেলে মুমিনুল হক সৌরভ। ১৩তম এই শতক হাঁকানোর পর করলেন সিজদাহ। শতক করার পথে নামের মতোই সৌরভ ছড়িয়ে গেছেন মুমিনুল। প্রথম দিনে যে ৩৫ ওভার খেলা হয়েছে তাতে ৪০ রানে অপরাজিত ছিলেন তিনি। প্রথম দিনে জাসপ্রিত বুমরাহর বলে তার একটি কভার ড্রাইভকে ধারাভাষ্যকক্ষ থেকে বলা হয়েছিল, দিনের সেরা শট। আজও সুইপ-পুলসহ নান্দনিক সব শট খেলে সেঞ্চুরির কীর্তি গড়লেন সাগরপাড়ের এই সন্তান। মুমিনুলের সেঞ্চুরির পরপরই মধ্যাহ্ন বিরতিতে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে টাইগারদের রান এখন ৬৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০৫। ১৭৬ বলে ১০২ রানে অপরাজিত মুমিনুল। আরেক পাশে ২৬ বলে ৬ রান নিয়ে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ। ৩১ ওভারের সেশনে আজ রান হয়েছে ৯৮। কানপুরে চলমান এই টেস্টে প্রথম দিনে ৩৫ ওভার খেলা হওয়ার পর টানা দুইদিন বৃষ্টির কারণে বন্ধ থাকে খেলা। আজ চতুর্থ দিনে ৩ উইকেটে ১০৭ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। টানা বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে আজ উইকেটে শুরুর দিকে মুভমেন্ট পেয়েছেন ভারতের পেসাররা। দিনের ষষ্ঠ ওভারে জাসপ্রিত বুমরাহর একটি বল অফ স্টাম্পের অনেক বাইরে দিয়ে যাবে ভেবে ছেড়ে দেন মুশফিক। তবে বিশাল ইনসুইং করে সেটিই আঘাত হানে স্টাম্পে। ১১২ রানের মাথায় চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। ৩২ বলে ২ চারে ১১ রান করেন মুশফিক এরপর দারুণ জুটিতে দলকে এগিয়ে নিচ্ছিলেন মুমিনুল ও লিটন। ৩৬ রান যোগ করার পর সিরাজের বলে লিটন ফিরলে ভাঙে জুটি। ৩০ বলে ১৩ রান করা লিটনের দুর্দান্ত ক্যাচ ধরেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সিরাজের বলে সজোরে মিড অফের ওপর দিয়ে সীমানাছাড়া করতে চেয়েছিলেন লিটন। তবে হাত উঁচিয়ে ধরা রোহিতের হাতে আটকে যায় বল। এক হাতে ধরে ফেলেন গুরুত্বপূর্ণ ক্যাচ। ছয়ে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি সাকিবও। দলীয় ১৭০ রানে রবিচন্দ্রন অশ্বিনের বলে ছক্কা মারতে গিয়ে মোহাম্মদ সিরাজের হাতে ধরা পড়েছেন তিনি। এরপর মিরাজকে নিয়ে দলের হাল ধরেন মুমিনুল। প্রথম সেশনের একেবারে শেষের দিকে এসে সেঞ্চুরি তুলে নেন মুমিনুল। ১৭২ বলে সেঞ্চুরি হাঁকানো ছোটখাটো গড়নের এই খেলোয়াড় এখনো পর্যন্ত ১৬টি চারের পাশাপাশি হাঁকিয়েছেন ১টি ছক্কাও। দেশের বাইরে এটি তার দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে ২০২১ সালে পাল্লেকেলেতে শ্রীলংকার বিপক্ষে শতক হাঁকিয়েছিলেন তিনি। বাকি ১১টি সেঞ্চুরিই তার দেশের মাটিতে। প্রসঙ্গত, ম্যাচে প্রথম দুই সেশনে খেলা ১৫ মিনিট করে বাড়ানো হয়েছে। প্রথম দিনের ৩৫ ওভারের খেলায় মুমিনুল হক ৪০ রানে ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত ছিলেন। ৩১ রান করে আউট হয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে, ওপেনারদের মধ্যে সাদমান ইসলাম ২৪ রান করলেও শূন্য রানে আউট হয়েছেন জাকির হাসান।