ঢাকা ০৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

মুক্তির প্রথম দিনই ভালো আয় করল ‘জারা হাটকে জারা বাঁচকে’

#

বিনোদন ডেস্ক

০৩ জুন, ২০২৩,  4:53 PM

news image

মুক্তি পেল ভিকি কৌশল ও সারা আলী খানের চলচ্চিত্র ‘জারা হাটকে জারা বাঁচকে’। লক্ষ্মণ উতরেকর পরিচালিত সিনেমাটি আশানুরূপ ব্যবসা দিয়েই বক্স অফিস যাত্রা শুরু করেছে। প্রথম দিন সারা দেশে প্রায় ৫.৪৯ কোটি রুপি আয় করেছে। বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ সিনেমাটির প্রথম দিনের আয় টুইট করে লেখেন, “প্রথম দিন ‘জারা হাটকে, জারা বাঁচকে’ ভালো শুরু করল। যারা বলেছিল এই সিনেমা প্রথম দিন দুই কোটির গণ্ডি পার করবে না, তাদের মুখ বন্ধ হয়ে গেছে। একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি, এই অফার নিঃসন্দেহে সিনেমাটির আয় বৃদ্ধিতে সহায়ক হয়েছে, পাশাপাশি টিকিটের মূল্য অপেক্ষাকৃত সাশ্রয়ী। শুক্রবার আয় করেছে ৫.৪৯ কোটি রুপি।” তরণ আদর্শ আরো জানান, জাতীয় মাল্টিপ্লেক্স চেইন থেকেই এই সিনেমা ৩.৩৫ কোটি টাকার ব্যবসা করেছে প্রথম দিন। রবিবার রাত পর্যন্ত টিকিট সংক্রান্ত অফার জারি থাকায় শুরুর তিন দিন ভালো ব্যবসা করবে সিনেমাটি। মূলত দুর্দান্ত বিজনেস স্ট্র্যাটেজিতে ভর দিয়েই সকলকে অবাক করে দিল ‘জারা হটকে জারা বাঁচকে’। নামের সঙ্গে মিল রেখেই সিনেমাটি দারুণ এক অফার রাখল দর্শকদের সামনে। একটা টিকিট কিনলে আরেকটা ফ্রি! অফারটি বেশ ভালো সাড়া ফেলেছে সিনেমাটির আয়ে। সপ্তাহান্তেও জারি থাকছে এই অফার, ফলে সিনেমাটি আয় লাফিয়ে বাড়বে―এমনটাই ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা। লক্ষ্মণ উতরেকর পরিচালিত সিনেমাটিতে প্রথমবার পর্দায় জুটি হিসেবে এলেন সারা-ভিকি। ইন্দোরের এক কম বয়সী দম্পতির চরিত্রে অভিনয় করেছেন তারা। সরকারি স্কিমে বাড়ি কিনতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন দুজন। তবে সেই প্ল্যান শেষেমেশ ভেস্তে যায়। শেষ পর্যন্ত তারা চিরজীবনের মতো আলাদা হয়ে যাবে নাকি ফের স্বাভাবিক হবে তাদের সম্পর্ক? এমন প্রেক্ষাপটেই তৈরি ‘জারা হাটকে, জারা বাঁচকে’।

সূত্র : স্যাকনিল্ক

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম