ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

মার্কিন ঘাঁটির কাছে বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ জানুয়ারি, ২০২২,  11:42 AM

news image

ইরাকে মার্কিন ঘাঁটির কাছে বাগদাদ বিমানবন্দরে কমপক্ষে ৬টি রকেট হামলা চালানো হয়েছে। এতে ২টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মার্কিন ঘাঁটির কাছে বাগদাদ বিমানবন্দরে রকেট হামলা তবে এ হামলায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এখনো হামলার দায় স্বীকার করেনি কেউ। স্থানীয় সময় শুক্রবার (২৮ জানুয়ারি) রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও পার্কিং এলাকায় আঘাত হানে কমপক্ষে ৬টি রকেট।

এতে একটি অব্যবহৃত বেসামরিক বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইরাকি সেনবাহিনী। রকেটগুলো আবু গারিব এলাকা থেকে ছোঁড়া হয়েছে বলে নিশ্চিত করা হয়। হামলার শিকার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পাশেই রয়েছে মার্কিন বিমানঘাঁটি ক্যাম্প ভিক্টোরি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, তাৎক্ষণিক এই হামলার দায় এখনো স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইরাকি উচ্চপদস্থ বেশ কয়েকজন কর্মকর্তা মনে করছেন, মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। হামলার পরপর ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির বিমান কর্তৃপক্ষের বরাত দিয়ে জানায়, এতে বিমান চলাচল বা ফ্লাইটের সূচিতে কোনো প্রভাব পড়বে না। এর আগে মঙ্গলবার ইরাকের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবুসির বাড়ি লক্ষ্য করে তিন দফা রকেট হামলা চালানো হয়। দেশটির আনবার প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হয় দুই শিশু।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম