ঢাকা ০৬ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গণ বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী গ্রেপ্তার ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ইসির নতুন আরও ৩৬টি আসনে প্রার্থী ঘোষণা করলো বিএনপি খেলাপি ঋণ আদায়ে আইনের পরিবর্তন আনার প্রস্তাব দেয়া হয়েছে তিতাসে ট্রলি উল্টে নদীতে পড়ে একই পরিবারের ৩ নারী নিহত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, লন্ডনে নেয়া হবে খালেদা জিয়াকে হজ অত্যাধুনিক করতে সৌদি সরকারের নতুন ২ উদ্যোগ পোস্টাল ব্যালটে ভোট দিতে ১ লাখ ৭১ হাজার প্রবাসীর নিবন্ধন জয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

মানবপাচার মামলার পলাতক আসামি আলমগীর মিনাকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাব

#

০৪ ডিসেম্বর, ২০২৫,  12:01 PM

news image

স্বপন মাহমুদ: গত ০৬/০৮/২০২৪ তারিখ রাত আনুমানিক ০৩.০০ ঘটিকার সময় দিকে লিবিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিক সাইদ হাসান ঝন্টুকে স্থানীয় দালাল চক্র অপহরণ করে। অপহরণকারীরা ভিকটিমের পরিবারের কাছে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে এবং শারীরিক ও মানসিক নির্যাতনের ভিডিও কল পরিবারের কাছে পাঠিয়ে চাপ সৃষ্টি করে। পরে ভিকটিমের ভাই বাধ্য হয়ে স্থানীয় ব্যাংকের মাধ্যমে ১৩/০৮/২০২৪ ও ১৪/০৮/২০২৪ তারিখে দুই দফায় মুক্তিপণের টাকা দালাল চক্রের ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করেন। পরবর্তীতে ১৫/০৮/২০২৪ তারিখে ভিকটিম লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দাখিল করেন। এ ঘটনায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ভিকটিমের ভাই আদালতে একটি পিটিশন দাখিল করেন। আদালতের নির্দেশে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা নং- ০৬, তারিখ- ০৩/০৯/২০২৪ খ্রি., ধারা- ৭/৮/৯/১০ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ অনুযায়ী মামলা রুজু হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা সংশ্লিষ্ট আসামিদের গ্রেফতারের জন্য অধিনায়ক, র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচন পত্র প্রেরণ করেন। অধিযাচন পত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষে তথ্য-প্রযুক্তির ও গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।এরই ধারাবাহিকতায় অদ্য ০৩/১২/২০২৫ তারিখ বিকাল অনুমান ১৬.৩০ ঘটিকায় উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৬ এর সহযোগীতায় গোপালগঞ্জ সদর থানার কালীবাড়ী রোড এলাকায়* অভিযান পরিচালনা করে উল্লেখিত মানব পাচার মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো: আলমগীর মিনা (৪৫),পিতা- মো: ওমর আলী, সাং- চন্দ্র দিঘলিয়া মোল্লা পাড়া, থানা- গোপালগঞ্জ সদর, জেলা- গোপালগঞ্জ’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম