মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ১০ সদস্যের পরামর্শক কমিটি গঠন
০৩ নভেম্বর, ২০২৫, 12:29 PM
NL24 News
০৩ নভেম্বর, ২০২৫, 12:29 PM
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ১০ সদস্যের পরামর্শক কমিটি গঠন
মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে ১০ সদস্যের পরামর্শক কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদকে প্রধান করে গঠিত এই কমিটিকে তিন মাসের মধ্যে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, কাঠামোগত উন্নয়ন এবং শিখন-শেখানোর গুণগত উৎকর্ষে সুপারিশ দিতে বলা হয়েছে। গত ২১ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি গঠন করা হয়। তবে বিষয়টি কোনো বিজ্ঞপ্তি, বিবৃতি বা ওয়েবসাইটে প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। কমিটিকে ৩ মাসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির ৮ জন সদস্য হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মোর্শেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সাবেক অতিরিক্ত সচিব মো. বেলায়েত হোসেন তালুকদার, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শাহীদা ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক), মাউশির ঢাকা অঞ্চলের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক মো. মুসা মিয়া, শেরেবাংলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান এবং আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে এম মোস্তফা কামাল।পরামর্শক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিশাখা)। আদেশে বলা হয়েছে, কমিটিকে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষা ব্যবস্থাপনা ও কাঠামোগত উন্নয়ন এবং শিখন-শেখানো কার্যক্রমের উৎকর্ষ সাধনের বিষয়ে বাস্তবভিত্তিক সুপারিশ দিতে হবে। এর আগে, গত বছরের অক্টোবরে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষার মানোন্নয়নে একইভাবে অধ্যাপক মনজুর আহমদের নেতৃত্বে ৯ সদস্যের একটি পরামর্শক কমিটি গঠন করেছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। ওই কমিটি চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারের কাছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড এক ধাপ বৃদ্ধি, সহকারী শিক্ষকের বিদ্যমান পদ বিলুপ্ত করে নতুন পদবি প্রবর্তন এবং শতাধিক সুপারিশসহ একটি বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছিল। তবে সেই সুপারিশগুলোর বেশিরভাগই এখনো বাস্তবায়িত হয়নি। খোদ কমিটির সদস্যদের অভিযোগ, কিছু সুপারিশ বাস্তবায়িত হলেও তা খণ্ডিতভাবে করা হয়েছে।