ঢাকা ২৯ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

মাত্র ২৯ বছর বয়সে মারা গেলেন জনপ্রিয় দাবাড়ু নারোডস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ অক্টোবর, ২০২৫,  3:09 PM

news image

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য দাবাড়ু এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ড্যানিয়েল নারোডস্কির আকষ্মিক মৃত্যু হয়েছে।  সোমবার (২০ অক্টোবর) তার ক্লাব শার্লট চেস সেন্টার এই দুঃসংবাদটি নিশ্চিত করেছে। দাবার জগতে দানিয়া নামে পরিচিত এই প্রতিভাবান খেলোয়াড়ের অপ্রত্যাশিত মৃত্যুতে পুরো দাবার জগৎ স্তব্ধ হয়ে গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৯ বছর।  দাবার জগতে ড্যানিয়েল নারোডস্কি ছিলেন এক বিস্ময়। মাত্র ছয় বছর বয়সেই দাবার প্রতি তার আগ্রহ জন্ম নেয় এবং কৈশোরেই তার প্রতিভার স্ফুরণ ঘটে। মাত্র ১৮ বছর বয়সে তিনি দাবার সর্বোচ্চ খেতাব গ্র্যান্ডমাস্টার অর্জন করেন। সম্প্রতি তিনি ইউএস ন্যাশনাল ব্লিৎজ় চ্যাম্পিয়নশিপও জয় করেছিলেন। মাত্র ১৪ বছর বয়সেই তিনি মাস্টারিং পজিশনাল চেস নামে একটি বই লিখেছিলেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছিলেন এবং পরে কোচ হিসেবেও কাজ করেন। ২০২২ সালে তিনি দ্য নিউ ইয়র্ক টাইমস-এর দাবা কলামিস্ট হিসেবেও নিযুক্ত হন। খেলার বাইরে ড্যানিয়েল কমেন্ট্রি এবং শিক্ষামূলক ভিডিওর জন্য ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। তিনি ছিলেন অনলাইন দাবার এক বড় তারকা। ইউটিউবে তার প্রায় ৫ লাখ সাবস্ক্রাইবার এবং টুইচে ৩ লাখ ৪০ হাজার ফলোয়ার ছিল। তার শিক্ষামূলক ভিডিও টিউটোরিয়াল এবং লাইভস্ট্রিমিং বিশ্বজুড়ে হাজার হাজার মানুষকে দাবা খেলতে অনুপ্রাণিত করেছে। আন্তর্জাতিক দাবা ফেডারেশন জানিয়েছে, অনলাইনে দাবার কন্টেন্টকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশ্বের দ্বিতীয় সেরা দাবাড়ু এবং ড্যানিয়েলের ঘনিষ্ঠ বন্ধু হিকারু নাকামুরা তার মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, এটি দাবার বিশ্বের জন্য এক বিশাল ক্ষতি। তিনি হাজারো মানুষকে দাবা খেলতে অনুপ্রাণিত করেছেন। যদিও তার মৃত্যুর কারণ সম্পর্কে ক্লাব বা পরিবার বিস্তারিত জানায়নি, তবে অল্প বয়সে এমন একজন প্রভাবশালী ব্যক্তিত্বের প্রয়াণ দাবার সম্প্রদায়কে গভীরভাবে শোকাহত করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম