ঢাকা ০৮ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি আসাদ মুরাদ তালুকদার সাংবাদিক এস কে কামরুল হাসানের নামে মামলা সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ডিজিএফআইয়ের সাবেক ডিজির ৪০ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ ‘এনবিআর কর্মকর্তাদের ভয়ের কিছু নেই, সীমা লঙ্ঘনকারীদের ভিন্নভাবে দেখা হবে’ টাঙ্গাইলের বাস-সিএনজি সংঘর্ষ, নিহত ৩ নবীজীর প্রেমে নিবেদিত নতুন নাশিদ ‘ওয়া রাফানা লাকা জিকরাক’ প্রকাশিত চালের দাম নিয়ে যা বললেন খাদ্য উপদেষ্টা জাতীয় নির্বাচন পেছানো নয়, সুষ্ঠু পরিবেশ চায় জামায়াত: গোলাম পরওয়ার চাকরিচ্যুত বিডিআর সদস্যদের বিক্ষোভে পুলিশের সাউন্ড গ্রেনেড ও জলকামান গণহত্যার মামলা: হাসিনা-কামাল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

মাত্র চার মাসেই অসম্ভবকে সম্ভব

#

বিনোদন ডেস্ক

০৩ জুলাই, ২০২৩,  11:26 AM

news image

মুক্তির অপেক্ষায় থাকা হিন্দি সিনেমা ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’র গান ‘তুম কেয়া মিলে’ মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভারতের কাশ্মীরের শুটিং করা গানটিতে রণবীর সিং ও আলিয়া ভাটের রসায়ন পছন্দ করেছেন দর্শক। তবে গানটির শুটিংয়ের বড় চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন আলিয়া। খবর হিন্দুস্তান টাইমসের অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গাওয়া গানটির শুটিং নিয়ে নির্মাতাদের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যেখানে গানটি নিয়ে কথা বলেছেন আলিয়া। এটি ছিল শিফন শাড়িতে আলিয়ার প্রথম রোমান্টিক গান। শীতকালের কাশ্মীরের রূপ তুলে ধরা হয়েছে গানটিতে। 

আলিয়া জানান গানটি নিয়ে তাঁর খুশির কারণ, ‘সম্পাদনা শেষে গানটির চূড়ান্ত রূপ দেখার পর আমার মন খুশিতে ভরে ওঠে, খুবই গর্ব অনুভব করি। কারণ, মা হওয়ার মাত্র চার মাস পরে গানটির শুটিং হয়। এই সময়ের মধ্যে নিজের ওজন ঝরিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুত হওয়া ছিল এক বড় চ্যালেঞ্জ। আমি সেই চ্যালেঞ্জ নিয়েছিলাম।’ 

গানটি দেখার পর অনেক দর্শকই জানিয়েছেন, ‘তুম কেয়া মিলে’ দেখে তাদের যশ চোপড়ার সিনেমার গানের কথা মনে পড়েছে। আলিয়াও বলেছেন, রোমান্টিক গানটি দিয়ে তাঁরা প্রয়াত নির্মাতার প্রতি শ্রদ্ধার্ঘ্য জানিয়েছেন। ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাট

‘রকি অওর রানি কি প্রেম কাহানি’র প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও আলিয়া ভাটফেসবুক থেকে রণবীর সিংও জানিয়েছেন, ছবিতে ‘তুম কেয়া মিলে’ তাঁর সবচেয়ে পছন্দের গানগুলোর একটি।

‘রকি অওর রানি কি প্রেম কাহানি’ দিয়ে অনেক দিন পরে পরিচালনায় ফিরলেন করণ জোহর। তারকাবহুল এই ছবিতে আলিয়া, রণবীর ছাড়া আছেন জয়া বচ্চন, ধর্মেন্দ্র, শাবানা আজমি, টোটা রায়চৌধুরী প্রমুখ। ২৮ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম