ঢাকা ২০ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড মঞ্জুর আগস্টে সড়কে ঝরেছে ৪৭৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি ৬ সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক বিকেলে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ২৯ লাখ টাকা দিলো ইসি ট্রাফিক সমস্যা ও চাঁদাবাজি বন্ধে ডিএমপিকে একগুচ্ছ নির্দেশনা ঢাবি ও জাবিতে দু’জনকে পিটিয়ে হত্যা, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক ঢাবির হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যা যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে যেসব কারণে দাম কমছে না ইলিশের

মাউন্ট মঙ্গানুই টেস্ট: লিড নিল বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০৩ জানুয়ারি, ২০২২,  10:31 AM

news image

তৃতীয় দিনের প্রথম সেশনে জোড়া ধাক্কা খায় বাংলাদেশ, শুরুতেই আউট হয়ে ফেরেন জয়, আর নতুন বলে পরাস্ত হন মুশফিকও। এই জোড়া ধাক্কার পরও লিটনকে নিয়ে মাথা তুলে দাঁড়িয়েছেন অধিনায়ক মোমিনুল হক। দুজনের দেড় শতাধিক রানের অনবদ্য জুটিতে স্বাগতিকদের ইনিংস টপকে এখন বড় লক্ষ্যেই ছুটছে বাংলাদেশ। সোমবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভাল টেস্টের তৃতীয় দিনের তৃতীয় সেশনে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের প্রথম ইনিংসে সংগ্রহ ৪ উইকেটে ৩৬০ রান। ১৫তম ফিফটি হাঁকিয়ে শতকের লক্ষ্যে ছোঁটা মোমিনুল হক অপরাজিত আছেন ৮৮ রানে এবং সঙ্গী লিটন দাসও তাঁর ১১তম ফিফটি হাঁকিয়ে আছেন একই লক্ষ্যে, ৭৬ রানে।

এর আগে এদিনের প্রথম সেশনে ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে মাত্র ৪৫টি রান তুলতে পারে বাংলাদেশ। ৭০ রানে দিন শুরু করে মাহমুদুল হাসান জয় আউট হন ৭৮ রানে, ২২৮টি বল খেলে। এরপর অভিজ্ঞ মুশফিক বিদায় নেন ৫৩ বলে ১২ করে। এই দুটি উইকেট হারানো ছাড়াও সেশনটি অনেক ভুগিয়েছে বাংলাদেশকে। ৮ রানে জীবন পেয়ে ও ৯ রানে ক্যাচ দিয়েও নো বলে বেঁচে গিয়ে এখনও টিকে আছেন মোমিনুল। গোটা সেশনে ৭২টি বল খেলে টাইগার টেস্ট অধিনায়ক করতে পারেন মাত্র ৯টি রান। অনেকবারই অস্বস্তিতে পড়েছেন তিনি, তবে হাল না ছেড়ে ঠাণ্ডা মাথায় আঁকড়ে আছেন উইকেট। ফলও পেয়েছেন ইতোমধ্যেই। যেখানে প্রথম ১০০ বল খেলে মাত্র ১টি চারের সাহায্যে ১৮ করেন মোমিনুল, সেখানে পরের ৭১ বল থেকে ৭টি বাউন্ডারি আদায় করে ৩৯টি রান তোলেন লিটল মাষ্টার। পূরণ করেন টেস্ট ক্যারিয়ারের ১৫তম ফিফটিও। অন্যপ্রান্তে অবশ্য অনেকটা সাবলীল ভঙ্গীতে ব্যাট চালিয়ে ছয়টি বাউন্ডারির সাহায্যে ১১তম ফিফটির পথে লিটন দাস। এদিন নিউজিল্যান্ডের সব বোলারই আগের দিনের চেয়ে অনেক ভালো বল করেন। বাংলাদেশের ব্যাটসম্যানদের তাঁরা খেলার সুযোগ দেন সামান্যই। তবে দ্বিতীয় সেশনে এই দুই টাইগারের ব্যাটে খোলস ছেড়ে বের হয় বাংলাদেশ। যেখানে প্রথম সেশনে বাংলাদেশ রান তোলে মাত্র ৪৫টি, ২ উইকেট হারিয়ে। সেখানে দ্বিতীয় সেশনে আর কোন বিপদ হতে না দিয়ে তুলে ফেলেন ৮৭ রান। এর মধ্যে পঞ্চম উইকেটে এই দুজনে গড়ে ফেলেন শতাধিক রানের জুটিও।  তৃতীয় সেশনেও কিউয়ি বোলারদের চোখ রাঙানি উপেক্ষা করে সাবলীল ভঙ্গীতেই ব্যাট করে চলেছেন দুজনে। ইতোমধ্যেই এ সেশনের প্রথম ঘণ্টায় ২০ ওভারে লিটন-মোমিনুল মিলে তুলেছেন আরও ৫৩টি মূল্যবান রান। যার ফলে সাড়ে তিনশ ছাড়িয়েছে টাইগারদের স্কোর। আর লিড বেড়ে দাঁড়িয়েছে ৩২-এ। দুজনে মিলে দিনের শেষ পর্যন্ত টিকে থেকে এই লিডকে আরও যত বাড়িয়ে নিতে পারেন- সেটাই এখন লক্ষ্য টাইগারদের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম