ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

মাউন্ট মঙ্গানুই টেস্ট: দ্বিতীয় দিনটা ছিল বাংলাদেশের

#

স্পোর্টস ডেস্ক

০২ জানুয়ারি, ২০২২,  11:57 AM

news image

নিউজিল্যান্ডের মাটিতে তাদেরই বিপক্ষে কোনো টেস্টের প্রথম দুইদিন ম্যাচের লাগাম বাংলাদেশের হাতে! এমনটা সম্ভবত এবারই প্রথম ঘটলো। মাউন্ট মঙ্গানুই টেস্টের দ্বিতীয় দিন (২ জানুয়ারি) শেষে স্বাগতিকদের থেকে অনেকটাই এগিয়ে বাংলাদেশ। আজ রবিবার দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৭৫ রান। ৭০ রান করে অপরাজিত আছেন ওপেনার মাহমুদুল হাসান জয় এবং ৮ রান করে তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক মুমিনুল হক।

নিউজিল্যান্ড থেকে এখনো ১৫৩ রানে পিছিয়ে টাইগাররা। সেই রান অতিক্রম করার লক্ষ্যে আগামীকাল আবারও ব্যাটিংয়ে নামবেন এই দুই ব্যাটার। গতকাল মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিনই নিউজিল্যান্ডকে চেপে ধরেছিল বাংলাদেশ। আজ রবিবার দ্বিতীয় দিনের শুরু থেকেই সেই ধারাবাহিকতা ধরে রাখে বাংলাদেশি বোলাররা। ফলে ৩২৮ রানেই অলআউট হয়ে যায় স্বাগতিকরা। জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণভাবে জবাব দিচ্ছে টাইগাররা। এদিন শুরুতে নেমে বাংলাদেশকে ভালো একটি শুরু এনে দেন দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। তাদের দুজনের জুটি থেকে এসেছে ৪৩ রান। সব ফরম্যাট মিলিয়ে শেষ কবে বাংলার ওপেনিং জুটি এত রান করেছে তা খুঁজতে গেলে অনেকটা পেছনে ফিরে যেতে হবে। আউট হওয়ার আগে ৫৫ বল মোকাবিলায় ২২ রান করেছেন সাদমান। নিল ওয়াগনারের বলে তার হাতেই ক্যাচ তুলে দেন এই ওপেনার। এরপরের গল্পটা নাজমুল শান্ত ও মাহমুদুল হাসান জয়ের। কিউই বোলারদের ধৈর্য্য পরীক্ষা নিয়ে সমানতালে লড়ে যান এই দুই ব্যাটার। তাদের জুটি থেকে আসে ১০৪ রান। দলীয় ১৪৭ রানের সময় ওয়াগনারের বলে পয়েন্টে দাঁড়ানো উইল ইয়াংয়ের হাতে ক্যাচ তুলে দেন শান্ত। তার আগে ১০৯ বল মোকাবিলায় ৬৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে যান এই ব্যাটার। এরপর ক্রিজে আসেন অধিনায়ক মুমিনুল হক। জয়ের সঙ্গে তার জুটি দাঁড়িয়েছে ২৩ রানে। এখন টাইগার সমর্থকদের চাওয়া, তৃতীয় দিন তাদের জুটিটা অনেক লম্বা হোক। এতে যে আদতে বাংলাদেশেরই লাভ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম