ঢাকা ২০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
খুলনায় বিষক্রিয়ায় ৫ জনের মৃত্যু র‌্যাবের পৃথক অভিযানে পিস্তল মদ ইয়াবা এ্যাম্পুল উদ্ধার গ্রেফতার-১ দেশে নতুন করে কোনো গডফাদারের আবির্ভাব হতে দেব না : নাহিদ ইসলাম বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে ফখরুল জামায়াতের মূল পর্বের সমাবেশ শুরু মানবাধিকার সুরক্ষায় বাংলাদেশে কাজ করবে ওএইচসিএইচআর মিশন প্রয়োজনে মরদেহ উত্তোলন করে ময়নাতদন্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা 'প্রধান উপদেষ্টা যেদিন বলেছেন, সেদিনই নির্বাচন হবে' : প্রেস সচিব ভরা মৌসুমেও ইলিশের দাম নাগালের বাইরে মানবিক ও ভালো মানুষ না হলে দেশের উন্নতি সম্ভব না: সেনাপ্রধান

মাউন্ট মঙ্গানুই টেস্টে: ১৩০ রানের লিড থামল বাংলাদেশের ইনিংস

#

স্পোর্টস ডেস্ক

০৪ জানুয়ারি, ২০২২,  10:52 AM

news image

প্রথমঘণ্টা ভালোভাবেই পার করে দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ ও ইয়াসির আলী রাব্বি। জুটিতে একশ রানের লিডও পার করে ফেলে টাইগাররা। পানি পানের বিরতির পরের ৪০ মিনিটে সব শেষ, বাকি ৪ উইকেট হারিয়ে ৪৫৮ রানে প্রথম ইনিংসে থেমেছে বাংলাদেশ। মাউন্ট মঙ্গানুই টেস্টে প্রথম ইনিংসে ৩২৮ রানে থামিয়ে দেয়া কিউইদের বিপক্ষে ১৩০ রানের লিড তুলেছে মুমিনুল হকের দল। লাঞ্চ বিরতির খানিক আগে দ্বিতীয় ইনিংসে নামা নিউজিল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান। সফরকারীদের চেয়ে এখনো ১২০ রানে পিছিয়ে স্বাগতিকরা।

টম ল্যাথাম ১০ রান ও উইল ইয়াং রানের খাতা না খুলে উইকেটে আছেন। মঙ্গলবার খানিক আতঙ্ক নিয়ে শুরু হয় সকাল। মিরাজের জোড়া রিভিউতে বিপদ কাটে। দিনের তৃতীয় ওভারে রাচিন রাভিন্দ্রের করা তৃতীয় বলে সুইপ খেলতে গিয়েছিলেন মিরাজ। বল প্যাডে আঘাত হানে। লেগ বিফোরের আবেদনে সাড়া দেন আম্পায়ার। রিভিউ নেন টাইগার ব্যাটার। টিভি রিপ্লেতে দেখা যায় বল প্যাডে লাগার আগে তার গ্লাভসে চুমু দিয়ে গেছে। পরের ওভারে ওয়াগনারের করা তৃতীয় বলেও মিরাজের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন ওঠে। আম্পায়ার যথারীতি আঙুল তুলে নেন। আবারো রিভিউ নেন টাইগার ব্যাটার। এদফা বল তার ব্যাটে লেগেছিল। চতুর্থ দিনের প্রথম সেশনের সকালটা রাঙাচ্ছিলেন মিরাজ-রাব্বি। তাদের ৭৫ রানের জুটি দলকে অনেকটা চালকের আসনে বসিয়েছে। দারুণ খেলতে থাকা মিরাজ ফিফটির কাছে চলে যান। সাউদির অফস্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে থামতে হয়। ৮৮ বলে ৮ চারে ৪৭ রান করে ব্লান্ডেলের গ্লাভসে জমা পড়েন। রাব্বিও বেশিক্ষণ টিকতে পারেননি। জেমিসনের লেগ স্টাম্পের উপরে করা বলে ফ্লিক করতে গেলে ব্যাটের ছোঁয়া পায়। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়ে ব্লান্ডেল ক্যাচ নেন। ৮৫ বলে এক চারে ২৬ রানের ইনিংস থামে। পরে ৫ রান করা তাসকিনকে বোল্ড করেন সাউদি। শেষ ব্যাটার হিসেবে শরিফুল ইসলাম বোল্ড হওয়ার আগে রানের খাতা খুলতে পারেননি, তার স্টাম্প এলোমেলো করে দেন বোল্ট। ৮৫ রানে ৪ উইকেট নিয়েছেন ট্রেন্ট বোল্ট। নিল ওয়াগনার নেন ৩ উইকেট। টিম সাউদি ২টি ও কাইল জেমিসন একটি উইকেট পান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম