ঢাকা ১২ ডিসেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রংপুরের তারাগঞ্জে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী হত্যার মূল অভিযুক্ত গ্রেফতার কথিত সাংবাদিক নিজাম উদ্দিন হারুনের বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন দেশ অত্যন্ত সংকটের ভেতর দিয়ে যাচ্ছে : তারেক রহমান হাদিকে নেওয়া হলো এভারকেয়ারে বাড্ডায় চলন্ত বাসে আগুন গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার সুফিবাদী ঐক্য ফোরামের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১১ আচরণবিধি নিশ্চিতে প্রতি উপজেলায় থাকবেন দুইজন ম্যাজিস্ট্রেট মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: স্বামীসহ গৃহকর্মী আয়েশা ৩ দিনের রিমান্ডে

মহাসড়কে গাড়ির ওপর উড়োজাহাজ বিধ্বস্ত, অল্পের জন্য বাঁচলেন তিনজন

#

আন্তর্জাতিক ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২৫,  10:55 AM

news image

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ব্যস্ত মহাসড়কে ছোট আকারের যাত্রীবাহী একটি উড়োজাহাজ হঠাৎ নিচে নেমে আসে। এটি একটি চলন্ত গাড়ির ওপর আছড়ে পড়ে। সোমবার স্থানীয় সময় বিকাল ৫টা ৪৫ মিনিটের দিকে আই-৯৫ মহাসড়কের সাউথবাউন্ড লেনে দুর্ঘটনাটি ঘটে। বিস্ময়কর এ দৃশ্য সড়কে চলাচলরত একটি গাড়ির ড্যাশক্যামে ধরা পড়ে। ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল জানায়, ‘ফিক্সড-উইং মাল্টি-ইঞ্জিন’ ধরনের প্লেনটি জরুরি অবতরণ করতে গিয়ে একটি ২০২৩ মডেলের টয়োটা ক্যাম্রির পেছনে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর প্লেনটি গাড়ির ওপর উঠে গিয়ে পাশেই পড়ে যায়। ভিডিওতে দেখা যায়, আঘাতের সময় গাড়ি থেকে আগুনের স্ফুলিঙ্গ ছিটকে পড়ছিল। ৫৭ বছর বয়সী গাড়ির নারী চালককে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তিনি হালকা আঘাত পেয়েছেন। কর্মকর্তারা বলেন, এটি ছিল ‘অবিশ্বাস্য সৌভাগ্যজনক’ একটি ঘটনা। কারণ, আঘাত বড় হলেও তার বড় ধরনের ক্ষতি হয়নি। ২৭ বছর বয়সী পুরুষ পাইলট এবং তার সমবয়সী যাত্রী অক্ষত অবস্থায় ঘটনাস্থলেই ছিলেন। তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার সময় কাছেই থাকা প্রত্যক্ষদর্শী জিম কফি বলেন, আমরা হঠাৎ দেখলাম প্লেনটা আকাশ থেকে নিচে নেমে আসছে। কয়েক সেকেন্ড এদিক–ওদিক হলেই এটি আমাদের গাড়ির ওপর পড়ত। তার ছেলে পিটার কফিও একই দৃশ্য দেখেছেন। তিনি বলেন, ‘ভাবছিলাম প্লেনটা হয়তো রাস্তার পাশে নামবে, কিন্তু সরাসরি গিয়ে ধাক্কা দিল গাড়িতে।’ দুর্ঘটনার পরে প্রকাশিত ছবিতে দেখা যায়, ক্যাম্রি গাড়িটির পেছনের অংশ পুরোপুরি চ্যাপ্টা হয়ে গেছে। প্লেনটির সামনের অংশ ও চাকা ভেঙে গেছে। ঘটনার তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন।  আর সড়ক দুর্ঘটনার তদন্ত করবে ফ্লোরিডা হাইওয়ে পেট্রোল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম