ঢাকা ২৩ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগ কখনোই এ দেশের প্রকৃত রাজনৈতিক বা গণতান্ত্রিক দল ছিল না : সালাহউদ্দিন আগামী নির্বাচন স্বচ্ছ ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করি : জামায়াত আমির ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের দিনাজপুরে মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪ সন্দ্বীপের জেগে ওঠা চরে রাজাশাইল ও আমন ধানের বাম্পার ফলন ফেঞ্চুগঞ্জে গণপ্রকৌশল দিবস ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স জেলা কমিটি গঠিত গুগলের বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে যুক্তরাষ্ট্রের আবেদন বিচার বিভাগ ব্যর্থ হলে, রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায়: প্রধান বিচারপতি আশুলিয়ার ভূমিকম্প নরসিংদীর আফটার শক জামায়াত ফ্যাসিবাদবিরোধী দৃশ্যমান কিছুই করেনি : মির্জা ফখরুল

মনিরুল ইসলাম (রয়েল)-এর লেখা `মলাটের ভেতর একটি ইতিহাস` বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠিত

#

২০ ফেব্রুয়ারি, ২০২৩,  10:54 PM

news image

তরুণ লেখক মনিরুল ইসলাম (রয়েল) এর নতুন বই মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস `মলাটের ভেতর একটি ইতিহাস`-এর মোড়ক উম্মোচন হয়েছে। ২০ ফেব্রুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের মোড়ক উম্মোচন মঞ্চে বইটির মোড়ক উম্মোচন করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক গ্রুপ ক্যাপ্টেন(অব.)এম কে জাকির হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিজ্ঞানী ড.এম এ সোবহান। সহজ, সরল ও প্রাঞ্জল ভাষায় সৃজনশীল আঙ্গিকে বইটি রচিত বলে মতামত পোষণ করেন দেশবরেণ্য লেখকসহ বিশিষ্ট শিক্ষানুরাগীরা। মুক্তিযুদ্ধের গণজাগরণ ও বৈপ্লবিক চেতনা আমাদের সাহিত্যকে আলোকিত করেছে। মুক্তিযুদ্ধকে নিয়ে গড়ে উঠেছে স্বতন্ত্র ধারার সাহিত্য-মুক্তিযুদ্ধের সাহিত্য। সাহিত্যের প্রতিটি অঙ্গনে মুক্তিযুদ্ধের প্রভাব ও প্রতিফলন দৃশ্যমান। বাঙালি জীবনের প্রতিটি ক্ষেত্রে মুক্তিযুদ্ধের ভূমিকা অপরিসীম। আমাদের জীবনে ও সাহিত্যে মুক্তিযুদ্ধের অবদানকে নতুন করে মূল্যায়ন করা প্রয়োজন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে উল্লেখযোগ্য উপন্যাস। সব উপন্যাস শিল্পোত্তীর্ণ না হলেও কোনো কোনো উপন্যাস অনুপম শিল্পকর্মে পরিণত হয়েছে। এ-উপন্যাসের প্রধান চরিত্র আবদাল। মায়ের অজান্তেই মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করে এবং যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। মুক্তিযুদ্ধের মর্মস্পর্শী জীবনচেতনার সফল রূপায়ন আমরা প্রত্যক্ষ করি `মলাটের ভেতর একটি ইতিহাস` উপন্যাসে। হাহাকার ও প্রার্থনার একটি চমৎকার বর্ণনা ফুটে উঠেছে এ উপন্যাসে। উপন্যাসের মধ্য দিয়ে তরুণ প্রজন্ম একাত্তরের মুক্তিযুদ্ধের স্বরূপ সম্পর্কে ধারণা পায়। খুঁজে পায় স্বাধীনতার মূল্যবোধ ও স্বদেশপ্রেম। `মলাটের ভেতর একটি ইতিহাস` উপন্যাসটি তরুণ প্রজম্ম কে মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্যক ধারণা দিবে ও মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও অনেক কিছু জানার ব্যত্যয় ঘটাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম