ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত চিলি, ১৮ জনের প্রাণহানি

#

আন্তর্জাতিক ডেস্ক

১৯ জানুয়ারি, ২০২৬,  11:03 AM

news image

ভয়াবহ দাবানলে বিপর্যস্ত হয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলি। রাজধানী সান্তিয়াগো থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণের নুবল ও বাযোবিও অঞ্চলে অন্তত ১৮ জনের মৃত্যুর নিশ্চিত খবর পাওয়া গেছে। সরিয়ে নেওয়া হয়েছে অন্তত ২০ হাজার মানুষকে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, দেশটির প্রেসিডেন্ট গ্যাবরিয়াল বোরিক প্রাণঘতী দাবানল ছড়িয়ে পড়তে থাকা দুটি অঞ্চলে ‘মহাবিপর্যয়’ ঘোষণা করেছেন। উপকূলীয় কনসেপসিওন শহরের সীমান্তের শুকনো বনাঞ্চলে সবচেয়ে বিপজ্জনকভাবে আগুন ছড়িয়ে পড়েছে। প্রায় ২৫০ টি বাড়ি ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন দুযোর্গ মোকাবেলা কর্মকর্তারা। স্থানীয় গণমাধ্যমে রাস্তায় পুড়ে যাওয়া গাড়ির ছবি দেখা গেছে। সম্প্রতি কয়েকবছরে চিলি দফায় দফায় ধ্বংসাত্মক দাবানল দেখছে। দীর্ঘদিন ধরে খরা পরিস্থিতিতে দাবানল আরও বেড়ে যাচ্ছে। চিলির বন সংস্থা কোনাফ জানিয়েছে, দমকলকর্মীরা রোববার দেশজুড়ে মোট ২৪ টি স্থানে আগুন নেভাতে লড়ছে। এর মধ্যে নুবল এবং বায়োবিওতেই সবেচেয়ে পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। দেশটির প্রেসিডেন্ট বোরিক এক্সে এক পোস্টে বলেছেন, ‘জ্বলতে থাকা মারাত্মক দাবানলের আলোকে আমি মহাবিপর্যয় ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি।’ স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওই দুটি অঞ্চলে এ পর্যন্ত আগুনের গ্রাসে চলে গেছে ২০ হাজার হেক্টর জমি। কনসেপসিওন শহরের উত্তের দুটি শহর থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে। দুটি শহর মিলে বাস করে ৬০ হাজার মানুষ। গরম আকহাওয়ায় দমকা বাতাসের কারণে আগুন আরও বাড়ছে। এতে মানুষের বাড়িঘর আগুনের গ্রাসে চলে যাওয়ার হুমকি সৃষ্টি হয়েছে এবং দমকলকর্মীদেরকেও আগুন নেভাতে হিমশিম খেতে হচ্ছে। চিলির বেশিভাগ জায়গাতেই গরমের সতর্কতা জারি রয়েছে। আগামী দুই দিনে সান্তিয়াগো এবং বায়োবিও-তে তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম