ভোট দিয়ে যা বললেন মাশরাফী
নিজস্ব প্রতিনিধি
০৭ জানুয়ারি, ২০২৪, 12:57 PM
নিজস্ব প্রতিনিধি
০৭ জানুয়ারি, ২০২৪, 12:57 PM
ভোট দিয়ে যা বললেন মাশরাফী
দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট শুরু হয়েছে সকাল থেকে। নড়াইল-২ আসন থেকে গতবারের মতো এবারও নৌকা প্রতীকে নির্বাচন করছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সকাল সাড়ে ৯টার দিকে ভোট দিতে কেন্দ্রে যান মাশরাফী। ভোট দেওয়া শেষে তিনি জানান, ভোটারদের উপস্থিতিতে তিনি সন্তুষ্ট। 'আলহামদুলিল্লাহ, খুব ভালো হচ্ছে ভোট। সবাই সুন্দর ভাবে আসছে এটা দেখে ভালো লাগছে। আশা করছি এভাবেই শেষ হবে, সবাই সবার ভোটটা দিয়ে যাবে।' জয়ের ব্যপারে জানতে চাইলে তিনি বলেন, 'জয়ের ব্যপারে মানুষ যেভাবে দিবে সেভাবে। সবাই তো আশাবাদী। তবে ভালো লাগছে, সবাই স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিতে আসছেন, মহিলারা, পুরুষ, মুরুব্বিরাও আসছেন দেখে ভালো লাগছে। বিশেষ করে ঠাণ্ডার সময়, অনেক না আসতে চাইলেও পারত কিন্তু আসছে। গতবার নির্বাচিত মাশরাফী পাঁচ বছরে ব্যপক উন্নয়ন করেছেন তার সংসদীয় এলাকায়। এবারও নির্বাচিত হলে কোন বিষয়গুলো অগ্রাধিকার পাবে এ নিয়ে জানতে চাইলে তিনি বলেন, 'নির্বাচিত হওয়ার পর বলা যাবে, আগে নির্বাচিত হই।'