ঢাকা ২৮ জানুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত নির্বাচনে মতামত দেওয়ার অধিকার রাখে না: রিজওয়ানা হাসান টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মোস্তাফিজের উন্নতি জান্নাতের টিকিট বিক্রিকারীরা মুনাফেক: পার্থ বাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র ব্যাংকের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই: জামায়াত আমির যাত্রাবাড়ীতে পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে কনস্টেবলের মরদেহ উদ্ধার আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত কেউ উসকানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ডে পা দেবেন না : মির্জা আব্বাস ৭ম গগণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্তদের ১১ দফা নির্দেশনা দিলো এনটিআরসিএ

ভেনেজুয়েলার মতো গ্রিনল্যান্ড 'রাতারাতি দখলের' পরিস্থিতি নেই যুক্তরাষ্ট্রের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জানুয়ারি, ২০২৬,  11:13 AM

news image

গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স-ফ্রেডেরিক নিলসেন বলেছেন, ভেনেজুয়েলার মতো গ্রিনল্যান্ডে 'রাতারাতি দখলের' পরিস্থিতি নেই যুক্তরাষ্ট্রের। তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের বদলে সরাসরি যোগাযোগ হওয়া উচিত। সোমবার এক সংবাদ সম্মেলনে নিলসেন জানান, আমাদের দেশকে ভেনেজুয়েলার সঙ্গে তুলনা করা ঠিক নয়। আমরা একটি গণতান্ত্রিক দেশ এবং বহু বছর ধরেই তা বজায় আছে। সাম্প্রতিক মার্কিন বক্তব্য ঘিরে উদ্বেগ প্রসঙ্গে তিনি বলেন, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পরিস্থিতি এমন নয় যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখল করে নিতে পারে। এটি বাস্তবতা নয়। তাই আমাদের আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। বরং আমরা যে ভালো সহযোগিতার সম্পর্ক ছিল, সেটি পুনরুদ্ধার করা উচিত। নিলসেন বলেন, ‘গ্রিনল্যান্ড একটি বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং জনসাধারণের উদ্বেগ আমি পুরোপুরি বুঝতে পারছি।’

সামরিক সম্ভাবনা নিয়ে জল্পনা-কল্পনাও নাকচ করেন গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রথমেই আমি বলতে চাই, এই দেশে সম্ভাব্য বা কাল্পনিক সামরিক অভিযানের কথা বলা উপযুক্ত নয়। এদিকে, ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের ঘটনায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে পাঠ করা বিবৃতিতে তিনি বলেন, আন্তর্জাতিক আইনই হলো বিশ্বশান্তি ও নিরাপত্তা বজায় রাখার মূল ভিত্তি। বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব ভেনেজুয়েলান নেতা নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের ঘটনায় সৃষ্ট সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে বিশেষ উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন, এই ঘটনার ফলে দেশটিতে চরম অস্থিরতা তৈরি হতে পারে,

যা সমগ্র অঞ্চলে প্রভাব ফেলবে। একইসঙ্গে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে এটি একটি বিপজ্জনক নজির হয়ে থাকতে পারে বলেও তিনি মন্তব্য করেন। গুতেরেস উল্লেখ করেন, ভেনেজুয়েলা কয়েক দশক ধরে অভ্যন্তরীণ অস্থিরতা এবং সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। বর্তমানে সেখানে গণতন্ত্র চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন হলেও গুতেরেস মনে করেন, সঠিক পদক্ষেপের মাধ্যমে একটি বৃহত্তর এবং বিধ্বংসী সংঘাত এড়ানো এখনো সম্ভব। বর্তমান এই জটিল ও বিভ্রান্তিকর পরিস্থিতিতে সবাইকে আদর্শ ও মূলনীতির ওপর অবিচল থাকার আহ্বান জানিয়েছেন মহাসচিব। তিনি বলেন, মাদক পাচার, সম্পদ নিয়ে বিরোধ কিংবা মানবাধিকারের মতো সমস্যাগুলো সমাধানের জন্য আন্তর্জাতিক আইনেই পর্যাপ্ত দিকনির্দেশনা ও সরঞ্জাম রয়েছে। সংঘাতের পথে না গিয়ে আইনি পথ অনুসরণ করাই এখন একমাত্র সমাধান বলে তিনি উল্লেখ করেন।

সূত্র: আনাদোলু এজেন্সি, রয়টার্স 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম