ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রংপুরে পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর লিবিয়ায় মানবপাচার চক্রের ঘাঁটিতে অভিযান, ২৫ বাংলাদেশি আটক দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি থেকে এলএনজি কেনা হচ্ছে: অর্থ উপদেষ্টা ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ : মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মন্ত্রী-এমপিদের প্লট দিতে বন কেটেছে রাজউক: উপদেষ্টা রিজওয়ানা রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য : প্রধান উপদেষ্টা ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে

ভেঙেচুরে নতুন রূপে পরীমণি

#

বিনোদন ডেস্ক

১১ নভেম্বর, ২০২৪,  10:58 AM

news image

স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ঢাকাই ছবির লাস্যময়ী নায়িকা পরীমণি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। মুক্তির প্রথম দুই দিনেই দর্শক মহলে সাড়া ফেলেছে ৮ পর্বের এই সিরিজটি। যেখানে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন পরী। ওয়েব সিরিজটি দেখে দর্শকরা বলছেন, নতুন এক পরীমণিকে দেখলাম। এতে সুপ্তি চরিত্রে পরীকে দেখে অবাক হয়েছেন অনেকে। এমন চরিত্র ও পরিণত অভিনয়ে এর আগে তাকে দেখা যায়নি। তিনি নিজেকে ভেঙেচুরে নতুন রূপে উপস্থাপন করেছেন। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’-এ পরীর বিপরীতে প্রদীপ চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নূর ইমরান। ওয়েব সিরিজের গল্পে দেখানো হয়েছে, একটি মফস্বল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। তবে মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাদের। অন্তঃসত্ত্বা সুপ্তিও ছুটতে থাকেন তার প্রাণ প্রিয় স্বামীর সঙ্গে। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’। মুক্তির পর দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে ওয়েব সিরিজটি। জানা গেছে, মা হওয়ার পর এটাই ছিল পরীমণির প্রথম কাজ। পাশাপাশি ‘রঙিলা কিতাব’ দিয়ে এই প্রথম ওয়েব জগতেও নাম লেখালেন হালের এই জনপ্রিয় নায়িকা। আর প্রথম কাজ দিয়েই যেন ছক্কা হাকালেন। অন্তঃসত্ত্বা সুপ্তি চরিত্রে পরী মানিয়ে নিয়েছেন বেশ। বাস্তব জীবনের অভিজ্ঞতা দিয়ে নিজের প্রথম সিরিজের মাধ্যমে দর্শক মনে দাগ ফেলেছেন তিনি। আজ রবিবার বিকেলে মুঠোফোনে কথা হয় পরীমণির সঙ্গে। বললেন, ‘এই মুহূর্তে গাজীপুরে আছি একটি শুটিংয়ে। ‘রঙিলা কিতাব’ নিয়ে কেমন সাড়া পাচ্ছেন- এমনটা জানতে চাইলে পরীমণি বলেন, ‘অনেক দিন ধরে এমন একটা ভালো কাজের অপেক্ষায় ছিলাম। দুর্দান্ত একটা গল্প রয়েছে এই সিরিজে। প্রথম প্রথম চিন্তা করেছিলাম এ ধরনের চরিত্রে নিজেকে কতটুকু পরিস্ফুটিত করতে পারবো...। বলতে পারেন অনেকটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। শেষ পর্যন্ত চ্যালেঞ্জটা গ্রহণ করে নিজেকে এখন পরিপূর্ণ মনে হচ্ছে। তাই জোর দিয়ে বলছি, সুপ্তিকে অনুভব করতে হলে হৃদয় দিয়ে রঙিলা কিতাব দেখতে হবে।’ তিনি আরও বলেন, ‘এটা সত্যি এই ওয়েব সিরিজটি নিয়ে যখন আমার সঙ্গে কথা হয় তখন আসলে কোনো কাজ নিয়ে ভাবনার জায়গায় ছিলাম না। কারণ আমার বাচ্চার বয়স তখন দেড় দুই মাস। ওই সময় বাবুকে রেখে শুটিংয়ে যাব, এটা ভাবতেই পারিনি। কিন্তু সেই সময় থেকে এক বছর পরেও যে এই সুপ্তি চরিত্রটি আমার জন্য বরাদ্দ ছিল, এটা সত্যিই পরম সৌভাগ্যের। আমার মনে হয় সুপ্তি চরিত্রটি আমি ঠিকঠাক মতো করতে পেরেছি, বাকিটা দর্শকই ভালো বলতে পারবেন। এটাও সত্য যে সবে শুক্রবার মুক্তি পেয়েছে এটি। এখনো অনেক দূর দেখার বাকি রয়েছে। তবে এখন পর্যন্ত যে সাড়া পেয়েছি এবং প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছি- তাতে বেশ সন্তুষ্টই বলা চলে। এদিকে, শুধু পরীমণিই নন সিরিজজুড়ে মোস্তাফিজুর নূর ইমরানও দারুণ পারফর্ম করেছেন। তিনিই মূলত সিরিজের গল্পের ধারাবাহিকতা ধরে রেখেছেন, আর সেটা আরও বাড়িয়েছেন ফজলুর রহমান বাবু। মনোজ প্রামাণিকও তার প্রতিভা দেখিয়েছেন। পাশাপাশি ইরেশ জাকের ও শিমুল শর্মাও অল্প সময়ে অভিনয় করে বেশ জমিয়ে রেখেছিলেন সিরিজটি। উল্লেখ্য, কিঙ্কর আহসানের একই নামের উপন্যাস অবলম্বনেই নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম