
নিজস্ব প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি, ২০২৩, 4:01 PM

ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল মাদ্রাসায় নবীন বরণ অনুষ্ঠিত
কুড়িগ্রামের নাগেশ্বরী ভিতরবন্দ দারুস সুন্নাত ফাযিল (বি.এ) মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের প্রথম পাঠদান উপলক্ষে ১ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ ঘটিকায় মতিউর রহমান, হাফিজুর রহমান, মারিয়া খন্দকারদের পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে মাদ্রাসার হলরুমে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মাও জায়েদুর রহমান, এ সময় বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি শাহ আলম, সহ- সভাপতি আশরাফুল আলম, অভিভাবক সদস্য আব্দুল মুত্তালেব, সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম, বাংলা প্রভাষক মেহের আলী, আরবি প্রভাষক আব্দুর রব খন্দকার, সিনিয়র শিক্ষক নুর জামান মিয়া,মসলেম উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী তাহিরা জান্নাত তুবা,হামদে নাত পরিবেশেন করে,আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী আল আমিন, দাখিল পরিক্ষার্থী ইসমাইল হোসেন, দাখিল নবম শ্রেণির শিক্ষার্থী রাকিব হাসান, দাখিল অষ্টম শ্রেণির শিক্ষার্থী মেশকাতুন, জ্যোৎস্না খাতুন, সপ্তম শ্রেণির শিক্ষার্থী জুই মনি,হালিমা খাতুন প্রমুখ।