ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
রংপুরে পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর লিবিয়ায় মানবপাচার চক্রের ঘাঁটিতে অভিযান, ২৫ বাংলাদেশি আটক দেশের প্রয়োজনেই মার্কিন কোম্পানি থেকে এলএনজি কেনা হচ্ছে: অর্থ উপদেষ্টা ভুয়া প্রমাণিত হলে জুলাই শহীদ ও যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ : মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মন্ত্রী-এমপিদের প্লট দিতে বন কেটেছে রাজউক: উপদেষ্টা রিজওয়ানা রাষ্ট্র সব ধর্মের সমান মর্যাদা দিতে বাধ্য : প্রধান উপদেষ্টা ছেলের বন্ধুরা আমাকে ‘দিদি’ বলে ডাকে: শ্রাবন্তী ডেঙ্গু রোগীদের চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে-বিদেশে নানা ষড়যন্ত্র চলছে

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলার প্রভাব শাহজালাল বিমানবন্দরে

#

নিজস্ব প্রতিবেদক

০৭ মে, ২০২৫,  3:36 PM

news image

আজাদ কাশ্মীরে ভারতের আকস্মিক হামলায় নিরাপত্তাহীনতায় ঢাকার শাহজালাল বিমানবন্দরের কিছুটা প্রভাব পড়ছে ফ্লাইট ওঠানামায়। মঙ্গলবার (৬ মে) মধ্যরাত থেকে ঢাকাগামী ৩টির মধ্যে ২টি ডায়ভার্ট ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া ১টি ফ্লাইটে শিডিউল বিপর্যয় ঘটে। শাহজালাল বিমানবন্দর ও ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী, ঢাকাগামী ৩টি ফ্লাইটের দুটি ডায়ভার্ট হলেও পরবর্তীতে সকালে অন্য রুট ব্যবহার করে ঢাকায় ফিরে আসে ফ্লাইটগুলো। এর মধ্যে তুর্কি থেকে আগত তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটটি দেশটির এয়ারপোর্ট ছেড়ে আসে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায়। ঢাকায় অবতরণের কথা ছিল ভোর সোয়া ৫টায়। কিন্তু পাকিস্তানের আকাশ অনিরাপদ হওয়ায় নিকটস্থ ওমানের মাসকাট এয়ারপোর্টে অবতরণ করে। পরে সকাল সোয়া ৯টায় দিল্লির রুট ধরে ঢাকায় পৌঁছে। এছাড়া  কুয়েত সিটি থেকে ঢাকাগামী জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট দেশটি ছেড়ে আসে রাত ১০টায়। ফ্লাইটটি ঢাকায় অবতরণের কথা ছিল ভোর ৫টা ৪৫ মিনিটে। কিন্তু প্রায় এক ঘণ্টার বেশি সময় আকাশে উড়ার পর আবারো কুয়েতে চলে যায় ফ্লাইটটি। এদিকে গুয়াংজু থেকে চায়না সাউদার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইট দুপুর ১২টায় ঢাকায় অবতরণের কথা থাকলে ৩ ঘণ্টা দেরি করে দুপুর ৩টায় নামবে ফ্লাইটটি। ঢাকা থেকেও বেশ কয়েকটি মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইট পাকিস্তানের আকাশ ব্যবহার করে। সকালে টার্কিগামী একটি ফ্লাইট দেরিতে দুপুর দেড়টায় ছেড়ে গেছে ঢাকা এয়ারপোর্ট। বর্তমানে ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি হামলার কারণে নিরাপদে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনা করার কথা জানিয়েছে শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম